Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৫:০৭, ১১ মে ২০২১
আপডেট: ১৭:৩০, ১১ মে ২০২১

‘এবি’ ও ‘বি’ গ্রুপের রক্তে করোনার সংক্রমণ বেশি: গবেষণা

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আঘাত হেনেছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। সংক্রমণের সাথে তাল মিলিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ভাইরাসটি নিয়ন্ত্রণে আনতে চলছে নানা গবেষণা। এবার এক গবেষণায় জানা গেছে, ‘ও’ গ্রুপের রক্তে করোনার সংক্রমণ কম।

ভারতের ‘দ্য কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর) জানিয়েছে, ‘এবি’ এবং ‘বি’ রক্তের গ্রুপ যাদের, অন্য রক্তের গ্রুপের তুলনায় তাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

রক্তের গ্রুপ ভেদে করোনার সংক্রমণের হার কম-বেশি হয় কি না, সেটি নিয়ে গত বছরের মার্চ থেকে আলোচনা শুরু হয়। তখন একাধিক গবেষণায় বলা হয়, ‘ও’গ্রুপের রক্তে করোনা সংক্রমণের ঝুঁকি কম।

নতুন গবেষণায় বলা হয়েছে, এই গ্রুপের রক্ত যাদের তাদের উপসর্গও কম থাকে। এছাড়া ভেজিটেরিয়ানদের সংক্রমণের হার আমিষভোজীদের চেয়ে কম। শাকসবজির ফাইবার রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে রাখে বলে এই সুবিধা ভেজিটেরিয়ানরা পান বলে জানানো হয়েছে গবেষণায়।

ভারতজুড়ে সেরো সার্ভে করেছে সিএসআইআর। ১০ হাজারের বেশি মানুষের নমুনা সংগ্রহ করে গবেষণা চালিয়েছেন ১৪০ জন চিকিৎসক। তার পরেই এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

তাতে দেখা গেছে, আক্রান্তদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ ‘এবি’। তার পরে রয়েছেন ‘বি’ রক্তের গ্রুপের মানুষরা। ‘ও’ রক্তের গ্রুপ যুক্ত আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম।

আগের গবেষণায় যা বলা হয়েছিল: জেনেটিং টেস্টিং কোম্পানি ২৩অ্যান্ডমি’র গবেষকেরা ৭ লাখ ৫০ হাজার মানুষকে নিয়ে গবেষণা করে গত বছর জানান, ও গ্রুপ রক্তের মানুষেরা অন্যদের তুলনায় ১৮ শতাংশ কম হারে করোনা শনাক্ত হচ্ছেন।

পাশাপাশি এই গ্রুপের যেসব মানুষ করোনা রোগীর সংস্পর্শে এসেছেন, তারা অন্য গ্রুপের থেকে ২৬ শতাংশ কম হারে পজিটিভ হয়েছেন।

গবেষক দলটির মতে, যে জিন নতুন ভাইরাসটি এবং রক্তের গ্রুপের প্রকার নির্ধারণে ভূমিকা রাখে তার সঙ্গে কোনো যোগসূত্র থাকতে পারে।

ও গ্রুপের রক্তধারী যেসব চিকিৎসকেরা করোনা রোগীর সেবা করেছেন, তারা অন্য গ্রুপের ডাক্তারদের তুলনায় ১৩ থেকে ২৬ শতাংশ কম হারে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৫ কোটি ৯৬ লাখ ৩১ হাজার ৯৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৩৩ লাখ ১৮ হাজার ৭৬৭ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১৩ কোটি ৭৩ লাখ ৪২ হাজার ২০৫ জন।   

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়