Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৫ অক্টোবর ২০২৫,   কার্তিক ১০ ১৪৩২

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৩০, ২৯ জুন ২০২১
আপডেট: ২১:৪৫, ২৯ জুন ২০২১

ধামাকা শপিং থেকে পছন্দের বাইক কিনলেন মুস্তাফিজ

ঘরোয়া-আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও জনপ্রিয় বাঁ-হাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। খেলার পাশাপাশি পছন্দের নানা বাইক রয়েছে মুস্তাফিজের সংগ্রহে।

সম্প্রতি নিজের পছন্দের হোন্ডা রেপসল ২০২১ মডেলের বাইক কিনেছেন বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা খেলোয়াড় মোস্তাফিজ। নতুন এই মোটরবাইকটি তিনি কিনেছেন ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকম থেকে। 

ই-কমার্স প্রতিষ্ঠান থেকে বাইক কেনার ব্যাপারে মোস্তাফিজ বলেন, অনেক দিন ধরেই হোন্ডা রেপসল ২০২১ বাইকটি কিনতে চাচ্ছিলাম, অফারে ধামাকা শপিং থেকে বাইকটি পেয়ে আমি আনন্দিত। বাইক ছাড়াও ধামাকা শপিং থেকে আমার বাসার জন্য একটি ৬৫’’ এলইডি টিভি অর্ডার করে ডেলিভারি পেয়ছি। সঠিক সময় পণ্য বুঝে পাওয়ায় ভবিষ্যতেও ধামাকা থেকে কেনাকাটা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন মুস্তাফিজ।

সম্প্রতি বাইকটি মোস্তাফিজের হাতে হস্তান্তর করেন ধামাকা শপিং এর বিজনেস কো অরডিনেটর সৌরভ সাহা। তিনি বলেন, দেশ সেরা ক্রিকেটার মোস্তাফিজুর রহমান এর বাইক অর্ডারটিই প্রমাণ করে ধামাকা শপিং এর প্রতি শুধু সাধারন মানুষ না দেশ সেরা তারকারদেরও আস্থা আছে। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়