Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৫ অক্টোবর ২০২৫,   কার্তিক ১০ ১৪৩২

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৪:৫৭, ১ জুলাই ২০২১
আপডেট: ১৮:৫২, ১ জুলাই ২০২১

লকডাউনে দেশজুড়ে খাবার ও মুদিপণ্য ডেলিভারি দিবে ফুডপ্যান্ডা

বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী লকডাউনে দেশজুড়ে মানুষের দোরগোড়ায় খাবার ও মুদিপণ্য ডেলিভারির কাজ চালিয়ে যাবে অনলাইন খাবার ও মুদিপণ্য ডেলিভারি সেবা ফুডপ্যান্ডা।

ইতিমধ্যে বৈশ্বিক মহামারি চলাকালীন অনলাইন খাবার ও মুদিপণ্য ডেলিভারি সেবার গুরুত্ব সবাই অনুধাবন করেছে। তাই, সরকার ঘোষিত সকল নির্দেশিকার সাথে সামঞ্জস্য রেখে এবং স্বাস্থ্য ও সুরক্ষা প্রোটোকল মেনে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছে দেয়ার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে ফুডপ্যান্ডা।   

গত কয়েক দিনে কোভিড-১৯ সংক্রমণের হার নতুন রেকর্ড গড়েছে, তাই করোনাভাইরাসের প্রাদুর্ভাব কমাতে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে। দেশের জনগণকে সুরক্ষিত রাখতে সরকারের একাধিক নির্দেশনার একটি হিসেবে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর থেকে সপ্তাহব্যাপী সারা দেশে চলবে শাটডাউন।

শাটডাউন চলাকালে কম সময়ের মধ্যে গ্রাহকদের দোরগোড়ায় খাবার, মুদিপণ্য ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিতে, ফুডপ্যান্ডার সেবাসমূহ, যথা- অনলাইন খাবার ডেলিভারি, প্যান্ডামার্ট গ্রোসারি সেবা, এবং ফুডপ্যান্ডা শপস থেকে মুদিপণ্য ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী ডেলিভারি সেবা চালু থাকবে। 

এই সঙ্কটকালীন সময় সেবা কার্যক্রম চালিয়ে যাওয়ার পাশাপাশি, ফুডপ্যান্ডা এর কর্মীদের সুরক্ষিত রাখার লক্ষ্যে যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। রাইডারদের বার বার হাত স্যানিটাইজ করা এবং মাস্ক পরিধান নিশ্চিত করা ছাড়াও গ্রাহকদের যাতে রাইডারদের সংস্পর্শে আসতে না হয়, সেজন্য কন্ট্যাক্টলেস ডেলিভারি অপশন এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা রেখেছে ফুডপ্যান্ডা।  

উল্লেখ্য যে, লকডাউন প্রটোকল অনুসারে রেস্টুরেন্টগুলো তাদের রান্নাঘর খোলা রাখতে পারবে এবং টেকঅ্যাওয়ে ও হোম-ডেলিভারি সেবা চালিয়ে যেতে পারবে। এর ফলে, তাদের ব্যবসা যেমন চালু থাকবে, তেমনি ক্রেতারাও স্বাস্থ্যঝুঁকি ছাড়া ঘরে বসে খাবার ডেলিভারি পেয়ে যাবেন।

তাই, যখনই প্রিয় রেস্টুরেন্টের খাবার খেতে ইচ্ছা করবে বা কোন মুদিপণ্য বা শিশুর খাবার বা ডায়পারের প্রয়োজন হবে, ক্রেতাদের কেবল ফুডপ্যান্ডা অ্যাপ চালু করতে হবে এবং এ অ্যাপ থেকেই তারা তাদের পছন্দসই পণ্য অনলাইনে অর্ডার করতে পারবেন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়