ইমরান আল মামুন
আপডেট: ২১:৩৬, ৫ মে ২০২৩
নতুন জাতীয় পরিচয় পত্র আবেদন করার নিয়ম ২০২৩
আপনি কি নতুন জাতীয় পরিচয় পত্র আবেদন করার নিয়ম জানতে চাচ্ছেন? অনেক খোঁজার পরও পাচ্ছেন না। এই আর্টিকেলটি আপনার জন্য তাহলে অনেক গুরুত্বপূর্ণ।
কারণ আজকের আর্টিকেলে আলোচনা করা হচ্ছে অনলাইনে কিভাবে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে হয় এবং কি কি বিষয়ের প্রয়োজন হয় সে সম্পর্কে। চলুন নিচে থেকে দেখে নেই এ বিষয় সম্পর্কে।
অনেকেই স্থায়ী ঠিকানা থেকে অনেক দূরে বসবাস করে। যার কারণে নির্দিষ্ট সময়ে অনেকে ভোটার হতে পারে না তার নিজ এলাকায়। এটা হতে পারে কর্ম ব্যস্ততা কিংবা শিক্ষার কারণে। তবে যাই হোক না কেন আপনি যেখানেই অবস্থান করেন না কেন। এখন ডিজিটাল পদ্ধতিতে বাসে বসেই জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করতে পারবেন।
নতুন জাতীয় পরিচয় পত্র আবেদন করার নিয়ম ২০২৩
যারা এখনো ভোটার হননি তারা খুব শীঘ্রই ভোটার হয়ে যেতে পারবেন। কিভাবে অনলাইনে জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করবেন তা ধাপে ধাপে তুলে ধরা হলো।
- প্রথমে একটি ইন্টারনেট যুক্ত ডিভাইস নিতে হবে। এরপর যে কোন একটি ব্রাউজার ওপেন করুন।
- এরপর এখানে প্রবেশ করুন। প্রবেশ করার পর দেখা যাবে নিবন্ধন নামের একটি অপশন। উক্ত অপশনে ক্লিক করতে হবে।
- পরবর্তী পেজে প্রবেশ করার পর সেখানে প্রার্থীর জন্ম তারিখ দিতে হবে। এটি অবশ্যই জন্ম নিবন্ধন কিংবা প্রয়োজনীয় ডকুমেন্ট অনুসারে হতে হবে। জন্ম তারিখ পূরণ করার পর নিচে ক্যাপচা দেখতে পারবেন। ক্যাপচা পূরণ করে সাবমিট বহাল ক্লিক করুন।
- তারপর আপনার মোবাইল নম্বরটি বসাতে হবে। মোবাইল নম্বরটি সঠিকভাবে প্রবেশ করার পর বার্তা পাঠিয়ে তা ভেরিফাই করে নিতে হবে।
- নাম্বার ভেরিফাই করার পর একটি ইউজার আইডি এবং দুইবার পাসওয়ার্ড বসাতে হবে। এই পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করা যাবে না।
- তারপর বিস্তারিত প্রোফাইল নামের একটি অপশন দেখতে পারবেন। উক্ত অপশনটির উপরের দিকে এডিট লেখা রয়েছে। এডিট লেখাতে প্রেস করতে হবে।
- এরপর আবেদনকারীর সকল তথ্য দিতে হবে। নিজের নাম, মাতা পিতার নাম, নিজের জন্ম নিবন্ধন, বাবা-মায়ের ভোটার আইডি কার্ড তথ্য, স্থায়ী এবং বর্তমান ঠিকানা ইত্যাদি দিতে হয়। সকল তথ্য দেওয়ার পর পরবর্তী বাটনে প্রেস করুন।
- পরবর্তী পেজে লেখা রয়েছে এই আবেদন করার জন্য কোন কাগজপত্রের প্রয়োজন নেই। তাই আবার পরবর্তী বাটনে প্রেস করতে হবে।
- পরবর্তীতে শুধুমাত্র সাবমিট বাটনে ক্লিক করলেই আবেদন সফলভাবে শেষ হবে। তবে এই আবেদনটি পেন্ডিং অবস্থায় থাকবে। উপরে ডাউনলোড অপশন থেকে প্রোফাইলটি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখুন।
নতুন জাতীয় পরিচয় পত্র আবেদন করার নিয়ম এর এখন একটু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। এই প্রোফাইলটি ডাউনলোড করার পর তা প্রিন্ট আউট করতে হবে। প্রিন্ট আউট কপির সাথে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে যেতে হবে। এখানে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এবং চোখের ভেরিফিকেশন এর পর আপনি চূড়ান্তভাবে আবেদন সফল করতে পারবেন। তারপর সেখান থেকে আপনাকে জাতীয় পরিচয় পত্র দেওয়ার একটি তারিখ দিয়ে দিবে। উক্ত তারিখে গিয়ে জাতীয় পরিচয় পত্র নিয়ে আসতে হবে।
জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন ধরনের টিউটোরিয়াল এবং ট্রিকস পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। ট্রিক্সগুলো ব্যবহার করে খুব সহজেই আপনি বাসায় বসে বিভিন্ন ধরনের আবেদন করতে পারবেন। নিচে এমন কিছু আর্টিকেল তুলে ধরা হলো জাতীয় পরিচয় পত্র এবং জন্ম নিবন্ধন সংক্রান্ত।
- আমেরিকান ডিভি লটারি ২০২৪ বাংলাদেশ
- ফেসবুক মনিটাইজেশন আপডেট ২০২৩
- বাংলাদেশে কম দামে ভালো মোবাইল ফোনের দাম
- অনলাইনে কানাডা ভিসা চেক করার নিয়ম ২০২৩
- মোবাইল নাম্বার দিয়ে লোকেশন বের করার নিয়ম
- অনলাইনে বিধবা ভাতা আবেদন করার নিয়ম ২০২৩
- পাসপোর্ট রিনিউ করার নিয়ম ২০২৪
- সুন্দরবন কুরিয়ার সার্ভিস ডেলিভারি চার্জ
- দৈনিক ৫০০ টাকা ইনকাম করার উপায় ২০২৩
- মৌলভীবাজারের যুবকের কৌশল উদ্ভাবন রেললাইন থেকে বিদ্যুৎ উৎপাদন