Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১০ জুলাই ২০২৫,   আষাঢ় ২৫ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫৫, ৩ জুলাই ২০২৩

চাপের মুখে কোরআন পোড়ানোর নিন্দা জানাল সুইডেন সরকার

অবশেষে সুইডেনের স্টকহোমের প্রধান মসজিদের বাইরে উগ্র কট্টরপন্থি সমর্থকদের পবিত্র কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে দেশটির সরকার। এ ঘটনাকে "ইসলামোফোবিক" বা মুসলিম-বিরোধী কাজ বলে অভিহিত করেছে তারা।

রোববার (২ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "সুইডেনের সরকার পুরোপুরি বোঝে যে বিক্ষোভের নামে কিছু ব্যক্তিদের দ্বারা সংঘটিত মুসলিম বিরোধী কাজগুলি মুসলমানদের জন্য আক্রমণাত্মক হতে পারে। আমরা এই কাজগুলির তীব্র নিন্দা করি, যা কোনভাবেই সুইডিশ সরকারের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে না।"

মূলত সৌদি ভিত্তিক অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) থেকে ভবিষ্যতে কোরআন ধ্বংস এড়াতে সম্মিলিত ব্যবস্থা নেওয়ার আহ্বানের প্রতিক্রিয়ায় এই নিন্দা জানাল সুইডেন সরকার।  এর আগে গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কুরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাদেকে এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত।

কুরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়। ওই ঘটনার জেরে ৫৭-সদস্য দেশের সংস্থা ওআইসি জেদ্দা সদর দপ্তরে বৈঠকে বসে এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের অবমাননা এড়াতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়

বৈঠকের পরে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পবিত্র ‘কোরআনের অবমাননা করার ঘটনার পুনরাবৃত্তি রোধে ওআইসি তার সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ ও সম্মিলিত ব্যবস্থা গ্রহণ করার’ আহ্বান জানিয়েছে।  এর পরপরই নিন্দা জানায় সুইডেনের সরকার।

আইনিউজ/ইউএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়