Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫,   আষাঢ় ২৪ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ২৩ আগস্ট ২০২৩
আপডেট: ১৯:১৯, ২৩ আগস্ট ২০২৩

চাঁদে সফল অবতরণ

চন্দ্রাভিযানে নতুন ইতিহাস লিখল ভারত 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সব আশঙ্কা আর জল্পনা কাটিয়ে শেষ পর্যন্ত ফলভাবে চাঁদের বুকে অবতরণ করেছে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ ‘বিক্রম’। আর এর মধ্য দিয়ে চন্দ্র অভিযানের এক নতুন ইতিহাস তৈরি করেছে ভারত। কেননা, এর মধ্য দিয়ে চাঁদে প্রথমবারের মতো অবতরণকারী দেশের তালিকায় যুক্ত হলো ভারতের নাম।

বুধবার (২৩ আগস্ট) ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) চন্দ্রযান-৩ এর অবতরণ দৃশ্য সরাসরি সম্প্রচার করে। লাখো মানুষ এই সম্প্রচারের সাক্ষী হয়েছে। এ উপলক্ষে দেশটির সব স্কুল খোলা রাখা হয়। ব্রিকস সম্মেলনে দক্ষিণ আফ্রিকায় থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চ্যুয়ালি ইসরোর আয়োজনে যুক্ত হন।

এদিকে চাঁদে সফলভাবে অবতরণের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতকে অভিনন্দন জানানোর ঝড় বয়ে যাচ্ছে। বাংলাদেশেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের এমন অর্জনে শুভেচ্ছা জানাচ্ছেন অনেকেই।

চন্দ্রযান-৩ যেখানে নেমেছে, চাঁদের ওই অঞ্চলে বরফ পানি অথবা জমাট বাঁধা বরফ রয়েছে। এতে ওই স্থানটি পানির পাশাপাশি হতে পারে অক্সিজেন ও জ্বালানির উৎস। যা ভবিষ্যতে আরও চন্দ্রাভিযান অথবা স্থায়ীভাবে চাঁদে বসতি গড়তে সহায়ক হতে পারে।  

উল্লেখ্য, গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’, রোভারের নাম ‘প্রজ্ঞান’। ল্যান্ডারটি উচ্চতায় ২ মিটারের মতো, ওজন ১ হাজার ৭০০ কেজির বেশি। আকারে ছোট রোভারের ওজন ২৬ কেজি মাত্র। এই রোভারই চাঁদের বুকে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক গবেষণা চালাবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়