Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫,   আষাঢ় ২৩ ১৪৩২

আন্তর্জাতিক প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৭, ২৩ ডিসেম্বর ২০২৩

দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে অবরুদ্ধ গাজা 

ছবি- GETTY IMAGES

ছবি- GETTY IMAGES

হামাসের হামলার জের ধরে দুই মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েলি এবং ফিলিস্তিনের যুদ্ধ। এ যুদ্ধে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। সবচেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, গাজায় এখন যত পরিবার চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, সারা বিশ্বে এর আগে কোথায় এমন রেকর্ড নেই। এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে অবরুদ্ধ গাজা। বিশ্বকে এ অবস্থায় সতর্করতা জানিয়ে আসছে জাতিসংঘ। 

ইসরায়েলের অব্যাহত হামলা গাজাকে দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ এই উপত্যকার প্রায় সব বাদিন্দা এখন এখন দুর্ভিক্ষের ঝুঁকিতে। গাজায় চলমান ধ্বংসযজ্ঞ অবিলম্বে বন্ধ না হলে সেখানকার পরিস্থিতি হবে আরও ভয়াবহ। 

গাজায় ত্রাণ সরবরাহ বাড়ানোর ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তে পরিষদে একটি প্রস্তাব তোলা হচ্ছে। যুক্তরাষ্ট্র সময় গতকাল শুক্রবার (২২ ডিসেম্বর) প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে ভোটাভুটির মধ্য দিয়ে পাস হয়। নিরাপত্তা পরিষদে ১৩-০ ভোটে পাস হয়েছে গাজায় পর্যাপ্ত মানবিক সহায়তা পাঠানোর প্রস্তাব। 

নিরাপত্তা পরিষদের মোট ১৫টি দেশের মধ্যে ১৩টি প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভোটদানে বিরত ছিল। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। 

গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাত প্রথম প্রস্তাবটি উত্থাপন করে, যার খসড়ায় গাজায় অনতিবিলম্বে যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা পাঠানোর কথা বলা হয়। তবে যুক্তরাষ্ট্রের বিরোধিতার কারণে প্রস্তাব থেকে যুদ্ধবিরতি বাদ দেওয়া হয়েছে। এর বদলে শুধুমাত্র মানবিক সহায়তার কথা উল্লেখ করা হয়। তাই এক সপ্তাহ ধরে ঝুলে থাকার পর প্রস্তাবটি পাস হলেও এতে গাজায় ইসরায়েলের বর্বর হামলা বন্ধ হওয়ার সম্ভাবনা নেই।

বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রধান অর্থনীতিবিদ আরিফ হুসাইন বলেন, গাজার পরিস্থিতি এতো খারাপ যে, নতুন করে খারাপ হওয়ার তেমন কিছু নেই। গাজায় যা ঘটছে, তার চেয়ে ভয়াবহ পরিস্থিতি আর কোথাও দেখিনি। আর এটা হচ্ছে খুব দ্রুত। মাত্র দুই মাসেই পরিস্থিতি এ পর্যায়ে এসেছে। গাজায় এখন যে পরিস্থিতি, তাতে বলতে গেলে সেখানকার প্রত্যেকের অনাহারে দিন কাটছে। 

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপর থেকে দুই মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। এ যুদ্ধে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ২০ হাজার ৫৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৫৩ হাজার ৩২০ জন। এরমধ্যে গত ৪৮ ঘণ্টায় ইহুদি বাহিনীদের চালানো হামলায় প্রাণ হারিয়েছেন ৩৯০ জন ফিলিস্তিনি বেসামরিক মানুষ। ফিলিস্তিনিদের মোট মৃতের ৭০ ভাগই হচ্ছেন নারী ও শিশু। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়