Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

ডেস্ক নিউজ

প্রকাশিত: ১৯:৫২, ১৩ জুন ২০২০

৫০০ প্রজাতির প্রাণী বিলুপ্ত, আগামী ২০ বছরে বিলুপ্ত হবে আরও ৫০০

গত ১০০ বছরে ৫০০টিরও বেশি প্রজাতির স্থলচর মেরুদণ্ডী প্রাণী বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে। প্রাকৃতিকভাবে, স্বাভাবিক ভাবে এই বিলুপ্তির ঘটনা সম্পন্ন হতে সময় লেগে যেত প্রায় ১০ হাজার বছর। 

প্রসেসিংস অফ ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেস-এ এই সপ্তাহে প্রকাশিত একটি নতুন গবেষণাপত্রে এই তথ্য জানা গেছে।

গবেষণার উপসংহারে আরেকটি ভয়ানক তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। তারা জানান, মানুষ যে হারে প্রকৃতি দূষণ ঘটিয়ে চলেছে তাতে আগামী ২০ বছরে আরও ৫০০টি প্রজাতি বিলুপ্তির হুমকিতে আছে। 

দ্য নিউইয়র্ক টাইমস রিপোর্ট করেছে, গবেষকরা দেখেছেন যে পৃথিবীর প্রায় ২৯ হাজার প্রজাতির মেরুদণ্ডী প্রাণীর প্রায় ২% এখন বিপন্ন হয়ে পড়েছে। 

প্রতিটি প্রাণীই প্রকৃতির বাস্তুতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিকারী ও অন্য কোনো প্রাণির শিকার বা পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করে প্রকৃতির ভারসাম্য ঠিক রাখছে। কিন্তু স্বল্প সময়ে এভাবে প্রাণী বিলুপ্তির ঘটনা ঘটলে ব্যাঘাত ঘটবে আমাদের অস্তিত্ব টিকে থাকায়। কেননা পরিষ্কার পানি, ফসলের পরাগায়ন আর বিভিন্ন রোগজীবাণু প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও বাস্তুতন্ত্রের ভারসাম্য ভীষণ জরুরি।

Green Tea
সর্বশেষ