Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ২১:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৩

মৌলভীবাজারে হোটেল তাজ মেট্রোর যাত্রা শুরু

মৌলভীবাজারে হোটেল তাজ মেট্রোর যাত্রা শুরু

মৌলভীবাজারে হোটেল তাজ মেট্রোর যাত্রা শুরু

মৌলভীবাজার শহরের পশ্চিমবাজারে হোটেল তাজ মেট্রো যাত্রা শুরু করেছে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বাদ জুমআ মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আবাসিক এই হোটেলের সফট-ওপেনিং হয়।

এতে উপস্থিত ছিলেন হোটেল তাজ মেট্রোর মালিক আব্দুল হান্নান, বিলাসের পরিচালক সুমন আহমদ, বিজনেস ফোরামের সভাপতি নূরুল ইসলাম কামরান, লেখক ড. আবু তাহেরসহ পশ্চিমবাজার এলfকার ব্যবসায়ীরা।

হোটেল তাজ মেট্রো যেসব সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ

হোটেল তাজ মেট্রোর চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, হোটেল শেরাটাউন প্লাজাকে নতুন আঙ্গিকে সাজানো হয়েছে। অত্যাধুনিক ১৩টি রুম রয়েছে। রয়েছে আন্তরিক ও অত্যাধুনিক সেবা।

আব্দুল হান্নান বলেন- আমরা হোটেল তাজ মেট্রোর দরজা জনসাধারণের জন্য খুলে দিয়েছি।

তিনি সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন- ‘আপনার সুবিধামতো সময়ে আমাদের হোটেল দেখতে বা একটি রুম বুক করতে আপনাকে স্বাগতম। শুধু আমাদের একটি কল করুন। আমাদের ডেডিকেটেড টিম আপনাকে আপনার যেকোনো প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে।’

তিনি বলেন- ‘হোটেল তাজ মেট্রো নতুন প্রজন্মের চাহিদা মেটাতে খুব উচ্চমানের ডিজাইন করা হয়েছে। আমরা আপনাকে আপনার পরিবার বা অতিথিদের সাথে আরামদায়ক থাকার ব্যবস্থা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সব কক্ষের সাথে সকালের নাস্তা অন্তর্ভুক্ত। আমরা আমাদের সেবা গ্রহণের জন্য আপনি, আপনার বন্ধু এবং পরিবারকে স্বাগত জানাতে চাই।;

ঠিকানা ও যোগাযোগ

হোটেল তাজ মেট্রো মৌলভীবাজার শহরের ৬৯ এম সাইফুর রহমান রোডের (সেন্ট্রাল রোড) প্রাণকেন্দ্রে অবস্থিত। কন্টাক্ট নম্বরসমূহ : +8802996682020, +8801326405234, +8801326405235।

ঘুরে আসুন আই নিউজ ইউটিউব চ্যানেল

নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন

নৃ-গোষ্ঠী ও পর্যটন : প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ