Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

ডলার বিনিময়ের নতুন পদ্ধতি ‘কারেন্সি সোয়াপ’ কী? 

বৈদেশিক মুদ্রা বা ডলার বিনিময়ের নতুন পদ্ধতি ‘কারেন্সি সোয়াপ’ চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে কোনও ব্যাংকের কাছে অতিরিক্ত ডলার থাকলে তা বিক্রি না করে বাংলাদেশ ব্যাংকে জমা দিয়ে সমপরিমাণ টাকা নিতে পারবে ব্যাংকগুলো। আবার টাকা ফেরত দিয়ে সমপরিমাণ ডলার নিতে পারবে।

গত বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠিয়েছে।

সার্কুলার অনুযায়ী, ‘কারেন্সি সোয়াপ’ নতুন পদ্ধতিতে সর্বনিম্ন ৫০ লাখ ডলার বা তার সমপরিমাণ টাকা পারস্পরিক বিনিময় করতে পারবে। ‘কারেন্সি সোয়াপ’র মেয়াদ হবে সর্বনিম্ন ৭ থেকে সর্বোচ্চ ৯০ দিন। মুদ্রা বিনিময়ের এ সুবিধা নিতে হলে আগ্রহী ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি করতে হবে।

চুক্তি অনুযায়ী, বাণিজ্যিক ব্যাংকগুলো যেদিন বাংলাদেশ ব্যাংকে ডলার জমা দেবে, ওই দিনের ডলারের বিনিময়মূল্য হিসেবে সমপরিমাণ টাকা পেয়ে যাবে। একইভাবে নির্ধারিত সময় পর টাকা জমা দিয়ে ডলার ফেরত নিতে পারবে। 

কারেন্সি সোয়াপ কী?
একটি কারেন্সি সোয়াপ হল একটি চুক্তি যেখানে দুটি পক্ষ একটি ঋণের মূল পরিমাণ এবং একটি মুদ্রার মূলের জন্য সুদ এবং অন্য মুদ্রায় সুদ বিনিময় করে । অদলবদল শুরুর সময়, সমতুল্য মূল পরিমাণগুলি স্পট হারে বিনিময় করা হয়। এর মাধ্যমে মুদ্রা অদলবদলের মূল্য বিভিন্ন কারণের দ্বারা প্রভাবিত হয়। যার মধ্যে দুটি মুদ্রার মধ্যে সুদের হারের পার্থক্য, প্রতিপক্ষের ঋণ ঝুঁকি এবং বাজারের তারল্য। 

ক্রস কারেন্সি অদলবদল বলতে দুই পক্ষের মধ্যে মুদ্রা বাণিজ্যের চুক্তি বোঝায়। অদলবদলের সময়কাল ধরে, সুদের অর্থপ্রদানগুলি পর্যায়ক্রমে বিনিময় করা হয়, মূল এবং পরিপক্কতার সময়ে সমান মূল্যের মূল বিনিময় করা হয়। 

কারেন্সি সোয়াপ করে কিভাবে টাকা আয় করা যায়?
উচ্চ অদলবদল হার থেকে লাভের সবচেয়ে জনপ্রিয় উপায় হল তথাকথিত ক্যারি ট্রেড । এর অর্থ হল কম সুদের হার সহ একটি মুদ্রা বিক্রি করার সময় উচ্চ সুদের হার সহ একটি মুদ্রা কেনা। এর মানে হল যে ব্রোকার কার্যকরভাবে আপনাকে রাতারাতি এই অবস্থান ধরে রাখার জন্য অর্থ প্রদান করবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়