প্রকাশিত: ১৫:৪৩, ২৭ জুন ২০১৯
আপডেট: ১৫:৪৯, ২৭ জুন ২০১৯
আপডেট: ১৫:৪৯, ২৭ জুন ২০১৯
'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
আইনিউজ ডেস্ক: 'জাতীয় মুক্তি মঞ্চ' নামে একটি নতুন রাজনৈতিক মঞ্চ গঠণের ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কয়েকটি শরীক দল।
তাঁরা এটিকে জোট বলতে চাচ্ছেন না। তাঁরা এখনো ২০ দলীয় জোটে রয়েছেন বলে জানান।
তবে অসন্তোষ প্রকাশ করেছেন ২০ দলীয় জোটের কর্মকাণ্ড নিয়ে।
নতুন করে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে ২০ দলীয় জোটের তুলনামূলক ছোট শরীকদের নিয়ে নতুন এই ফ্রন্ট গঠনের ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি অলি আহমেদ।
ঢাকার জাতীয় প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলনে দেয়া তাঁর ঘোষণার মধ্যবর্তী নির্বাচনের আয়োজন ও খালেদা জিয়ার মুক্তি প্রধান দাবী হিসাবে রয়েছে।
তিনি আরো বলেছেন, ''আমাদের কর্মসূচী হবে শান্তিপূর্ণ, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এবং জনগণের সরকার গঠন করার জন্য আমরা কাজ করবো।''
এই মঞ্চের আরেক সদস্য কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলছেন, ''জাতীয় নির্বাচনের আগে, নির্বাচনের সময় বা পরে থেকে যেভাবে ২০ দলীয় জোট চলছে, তাতে আমরা সন্তুষ্ট না। আমাদের মতে, খালেদা জিয়ার মুক্তি বা নির্বাচনের ব্যাপারে আমাদের আরো অনেক কিছু করার আছে।''
''সে কারণেই আমরা কয়েকটি দল উদ্যোগী হয়ে এই কর্মসূচী নিয়েছি, যাকে আমরা নাম দিয়েছি 'জাতীয় মুক্তি মঞ্চ'।'' বলছেন ইবরাহিম।
তবে আমন্ত্রণ পেয়ে এই সংবাদ সম্মেলনে আসার সময়েও নতুন 'মঞ্চ' গঠনের বিষয়ে তিনি কিছু জানতেন না বলে জানান। তবে ঘোষণার পর মঞ্চের কর্মসূচীর ব্যাপারে তাঁরা একমত হয়েছেন।
এসটি/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়