স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ভেন্যু নিয়ে আপত্তি, আইসিসিকে বিসিবির চিঠি
বিশ্বকাপ ভেন্যু নিয়ে আপত্তি, আইসিসিকে বিসিবির চিঠি। ছবি: সংগৃহীত
মুস্তাফিজুর রহমানকে ঘিরে তৈরি হওয়া উত্তপ্ত পরিস্থিতির জেরে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে বিসিবি। একই সঙ্গে ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।
রোববার দুপুরে বিসিবির ১৭ জন পরিচালকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসিকে পাঠানো চিঠিতে বিসিবি জানায়, বর্তমান বাস্তবতায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের জন্য নিরাপদ নয়।
বিসিবির এই সিদ্ধান্তের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা। ভারতীয় বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হলে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ঘটনার পরপরই ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কঠোর অবস্থান নেন। তিনি বলেন, ‘যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা ও খেলার নিশ্চয়তা নেই, সেখানে গোটা দল কখনোই নিজেকে নিরাপদ মনে করতে পারে না।’
তার এই অবস্থানের পরই বিসিবি আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়।
দুপুর ৩টা ২০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি লেখেন, ‘বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে গৃহীত এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই।’
উল্লেখ্য, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় শনিবার রাতেও বিসিবি পরিচালকদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সে সময় অধিকাংশ পরিচালক কঠোর পদক্ষেপের বিপক্ষে মত দিলেও সরকারের মনোভাব স্পষ্ট হওয়ার পর সিদ্ধান্ত বদল করে বোর্ড।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কা। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানের সব ম্যাচ ইতোমধ্যে শ্রীলঙ্কায় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই যুক্তিতে বাংলাদেশও এখন নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের দাবি তুলেছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ‘সি’ গ্রুপে বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।
এরই মধ্যে বিশ্বকাপের জন্য প্রাথমিক স্কোয়াড আইসিসির কাছে জমা দিয়েছে বিসিবি। ঘোষিত স্কোয়াডে অধিনায়ক হিসেবে রয়েছেন লিটন দাস, সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে। তবে বিপিএলে পারফরম্যান্সের ভিত্তিতে দলে পরিবর্তনের সুযোগ রেখেছে বোর্ড। নাজমুল হোসেন শান্ত, রিপন মণ্ডল ও আলিস ইসলামের মতো ক্রিকেটাররা বিবেচনায় আসতে পারেন। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ দর্শানো ছাড়াই স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে বিসিবি।
ইএন/এসএইচএ
- চেন্নাই সুপার কিংস বনাম গুজরাট টাইটান্স লাইভ স্কোর
- ভারত বনাম নেপাল লাইভ স্কোর | India Vs Nepal Live
- অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড লাইভ | Aus বনাম New
- বাংলাদেশ বনাম পাকিস্তান লাইভ স্কোর এশিয়া কাপ
- অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান লাইভ | Aus Banam Afg
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া লাইভ খেলা
- বাংলাদেশ বনাম আফগানিস্তান লাইভ স্কোর | Ban Vs Afg Live Score
- আফগানিস্তান বনাম পাকিস্তান লাইভ স্কোর | Pak vs afg Live
- পাকিস্তান বনাম শ্রীলংকা লাইভ টিভি | Pakistan Vs Srilanka Live
- ইংল্যান্ড বনাম আফগানিস্তান লাইভ খেলা
























