Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫,   অগ্রাহায়ণ ২৭ ১৪৩২

সাজু মার্চিয়াং

প্রকাশিত: ১৫:৩৩, ১১ ডিসেম্বর ২০২৫

শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী

হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: আই নিউজ

হারমোনি ফেস্টিভ্যাল উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহুসাংস্কৃতিক সম্প্রীতির প্রতীক হারমোনি ফেস্টিভ্যালকে সামনে রেখে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ র‌্যালীতে খাসি, গারো, ত্রিপুরা, মনিপুরীসহ বিভিন্ন জাতীগোষ্ঠির মানুষ তাদের নিজস্ব পোশাক পড়ে অংশ নেন।

র‌্যালীতে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘শ্রীমঙ্গলে ২৬টি গেজেটেট ক্ষুদ্র নৃগোষ্টির বসবাস রয়েছে। তাদের কৃষ্টিকালচারকে বাংলাদেশ তথা সারা বিশ্বে তুলে ধরার জন্য গত বছর শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজননে হারমনি ফেস্টিবল সিজন ১ করা হয়েছিল। তার সাফল্যের ধারাবাহিকতায় আগামী ১৮, ১৯ ও ২০ ডিসেম্বর শ্রীমঙ্গলের ফুলছড়া চা বাগান মাঠে তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান মালার তিন দিনে ৬৩ টি সাংস্কৃতিক পরিবেশনা হবে। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্টীর বিভিন্ন স্টল থাকবে।’

আই নিউজ/আরএ

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়