Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৭ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৪ ১৪৩২

নুরুল ইসলাম, যুক্তরাজ্য

প্রকাশিত: ২১:২৮, ৫ জানুয়ারি ২০২৬

ফ্লাইট বন্ধে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রতিবাদ

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানচেস্টার-ঢাকা-সিলেট সরাসরি ফ্লাইট স্থগিতের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। একই সঙ্গে অবিলম্বে এই ফ্লাইট পুনরায় চালুর দাবিতে সংগঠনটির সাউথ ওয়েলস রিজিওনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার রাত ১১টায় যুক্তরাজ্যের কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনের কনভেনর মোহাম্মদ মুজিবুর রহমান। সভা পরিচালনা করেন সদস্য সচিব রকিবুর রহমান ও অর্থ সচিব এবি রুনেল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান, কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর। বিশেষ অতিথি হিসেবে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত সংগঠনের কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং কমিউনিটির বিশিষ্টজনরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, “বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ম্যানচেস্টার-ঢাকা-সিলেট ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখার যে সিদ্ধান্ত নিয়েছে, তা প্রবাসীদের মধ্যে গভীর হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।”

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মকিস মনসুর বলেন, “উড়োজাহাজের স্বল্পতা, আসন্ন হজ কার্যক্রম পরিচালনা এবং বিমান রক্ষণাবেক্ষণের অজুহাতে এই ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত সম্পূর্ণ আত্মঘাতী। এটি একটি লাভজনক রুট হওয়া সত্ত্বেও বন্ধ করে দেওয়া প্রবাসী বাংলাদেশিদের প্রতি চরম অবহেলার শামিল। তিনি এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ফ্লাইট পুনরায় চালুর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।”

অন্যান্য বক্তারা বলেন, “হজ কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনে সরকার চার্টার্ড বিমান ভাড়া করতে পারে। লাভজনক আন্তর্জাতিক রুট বন্ধ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বক্তারা অভিযোগ করেন, বর্তমান সরকার কুচক্রী মহলের ফাঁদে পড়ে এই সিদ্ধান্ত নিয়েছে। অবিলম্বে এ ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য তারা সরকার ও বিমান কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।”

বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে প্রবাসীদের সঙ্গে নিয়ে বিমান বয়কট এবং রেমিট্যান্স শাটডাউনের মতো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন তারা।

এছাড়াও সভা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট চালুর জোর দাবি জানানো হয়।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়