আই নিউজ ডেস্ক
আরব আমিরাতে ৩ কোটি টাকার লটারি জিতলেন দুই বাংলাদেশি
বিগ টিকিট র্যাফেল ড্রর দুই উপস্থাপক। ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি বিগ টিকিট র্যাফেল ড্রতে ৩ কোটির বেশি টাকার পুরস্কার জিতেছেন দুই প্রবাসী বাংলাদেশি। বিজয়ীরা হলেন আবুধাবিতে বসবাসরত আমরু মিয়া ও আজমাইনের মোহাম্মদ আরিফুল।
আবুধাবি বিগ টিকিট সিরিজ- ২৮১-এর ড্রতে তারা প্রত্যেকে ১ লাখ দিরহাম করে পুরস্কার জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকা।
স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত লাইভ র্যাফেল ড্রতে তাদের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। জয়ের খবর শুনে দুজনই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমরু মিয়া বলেন, “আমি খুব খুশি। বিশ্বাসই করতে পারছি না।” একই অনুভূতির কথা জানান মোহাম্মদ আরিফুলও। তবে তারা এখনো পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি শীত মৌসুমে নতুন চমক নিয়ে আসছে আবুধাবি বিগ টিকিট। আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য লাইভ ড্রতে একজন বিজয়ী পাবেন ৩ কোটি দিরহাম পুরস্কার। একই দিন আরও পাঁচজন করে বিজয়ী ৫০ হাজার দিরহাম করে জেতার সুযোগ পাবেন।
বিগ টিকিট ড্রতে অংশ নিতে আগ্রহীরা অনলাইনে অথবা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের বিগ টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।
উল্লেখ্য, ‘বিগ টিকিট’ সংযুক্ত আরব আমিরাতের একটি বৈধ র্যাফেল ড্র। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে ছোট পরিসরে এ কার্যক্রমের যাত্রা শুরু হয়। শুরুতে যাত্রীদের টিকিট কেনার মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ দেওয়া হতো। সময়ের সঙ্গে সঙ্গে এর জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। উদ্যোক্তাদের দাবি, গত তিন দশকেরও বেশি সময়ে বিগ টিকিটের মাধ্যমে বিপুল অঙ্কের পুরস্কার বিতরণ করা হয়েছে।
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- কাবুলে আইএসের হামলায় নিহত ৮

























