সাফওয়ান মনসুর, বৃটেন
ইতিহাস বিকৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান
বৃটেনের কার্ডিফে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস পালিত
বৃটেনের কার্ডিফে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস পালিত। ছবি: আই নিউজ
যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফে বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মাল্টিকালচারাল ও মাল্টিন্যাশনাল শহর কার্ডিফের বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টারে গত সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ও ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্ডিফ কাউন্টি কাউন্সিলের সাবেক লর্ড মেয়র কাউন্সিলার ড. বাবলিন মল্লিক, প্রাক্তন ডেপুটি লর্ড মেয়র কাউন্সিলার দিলওয়ার আলী, কাউন্সিলার জেসমিন চৌধুরী, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ট্রেজারার শেখ মোহাম্মদ আনোয়ারসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও বক্তব্য রাখেন কমিউনিটি সংগঠক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আব্দুল মালিক, গোলাম মর্তুজা, ফয়ছল রহমান, বদর উদ্দিন চৌধুরী বাবর, আলহাজ্ব আনকার মিয়া, আনোয়ার হোসেন, মোহাম্মদ মুজিব মিয়া, রায়হান আহমেদ, নজির উদ্দিন, আনসার মিয়া, দেওয়ান টুটুল চৌধুরী, আলমগীর আলম, শাহিদুল ইসলাম, বদরুল হক মনসুর, সাজেল আহমেদ, সেবুল আলী আব্দুর রহমান, সাংবাদিক আতিকুল ইসলাম ও সৈয়দ রুহেল।
আলোচনা সভায় বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম, ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাঙালি জাতির রাজনৈতিক ইতিহাসের শ্রেষ্ঠতম অর্জন। এই বিজয়ের মাধ্যমে বাঙালি জাতি বিশ্বে স্বাধীন জাতি হিসেবে আত্মপরিচয় লাভ করে এবং অর্জন করে নিজস্ব ভূখণ্ড ও লাল-সবুজের পতাকা।
তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য যে আজ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত ও প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে, যা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য ভয়াবহ হুমকি। তাই দেশে ও প্রবাসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে একাত্তরের চেতনাকে সমুন্নত রাখতে ইতিহাস বিকৃতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান শহীদুল্লাহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, ডিসেম্বর মাস যেমন বিজয়ের আনন্দের, তেমনি এটি শোকের মাসও। এ মাসেই স্বাধীনতাবিরোধী শক্তি ও তাদের দোসররা দেশের শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। তবুও এই মাসেই আমাদের লাল-সবুজের পতাকা ও স্বাধীন সত্তা পূর্ণতা লাভ করেছে। এ বিজয় আমাদের গর্ব ও অহংকার।
বক্তারা বলেন, ‘৭১ আমাদের গৌরব, আত্মত্যাগ ও অদম্য সাহসের প্রতীক। যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন পতাকা পেয়েছি, প্রবাসের মাটিতে আমরা প্রত্যেকেই সেই পতাকার একজন করে রাষ্ট্রদূত। তাই নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বিজয়ের চেতনা ছড়িয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।’
অনুষ্ঠানের মাধ্যমে দেশপ্রেম, ইতিহাস ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং বিজয়ের গৌরবগাঁথা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন আয়োজকরা।
মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা শাহ মোহাম্মদ তসলিম। পরিশেষে মধ্যাহ্ন ভোজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইএন/এসএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- কাবুলে আইএসের হামলায় নিহত ৮

























