নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট চালুর দাবিতে সভা
ছবি: আই নিউজ
বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট ফ্লাইট চালু রাখা এবং সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দ্রুত অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার দাবিতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ২টার দিকে পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডস্থ আল হামরা রেস্টুরেন্টে এই সভা সফলভাবে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিওনাল কমিটির আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হারুনুর রশীদ এবং পরিচালনা করেন যুগ্ম সদস্য সচিব আব্দুল বাছিত রফি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পৃষ্ঠপোষক, কমিউনিটি নেতা ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কমিউনিটি নেতা কে এম আবু তাহের চৌধুরী সিংকাপনী।
এছাড়াও বক্তব্য রাখেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনার, কমিউনিটি লিডার ও সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মাসুদ আহমদ, কেন্দ্রীয় কমিটির সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ আজম আলীসহ আরও অনেকে।
অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মুফতি সৈয়দ মাহমুদ আলী, কমিউনিটি নেতা আব্দুল মুকিত, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, ক্রীড়া সংগঠক সৈয়দ সায়েম করিম, ইউনিটি অব মৌলভীবাজারের সাবেক সভাপতি আব্দুল মালিক, দৈনিক জালালাবাদ পত্রিকার ডাইরেক্টর শাহ শেরওয়ান কামালী, মাহবুব আলী খান স্মৃতি সংসদের সভাপতি আহমদ সাদিক, গ্রেটার সিলেট কমিউনিটি কেন্ট রিজিওনাল চেয়ারপার্সন মোখতার আলী, গিয়াস উদ্দিন আহমদ, মাস্টার আশরাফ চৌধুরী, টিভি উপস্থাপক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নুরুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক হেলেন ইসলাম, কবি আসমা মতিন, বদরুল হক মনসুর, মাসুদ চৌধুরী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. হাসনাত এম হোসেইন এমবিই বলেন, “বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার-সিলেট রুটে হঠাৎ করে ফ্লাইট বন্ধ করা সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়। একটি সিলেটবিদ্বেষী সিন্ডিকেট পরিকল্পিতভাবে এই সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে প্রায় তিন লক্ষ প্রবাসীর সঙ্গে অবিচার করেছে।”
বিশেষ অতিথি কে এম আবু তাহের চৌধুরী বলেন, “২৪ বছর আগে ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিক ঘোষিত হলেও এখনো সেখান থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়নি। ফলে লন্ডন–সিলেট রুটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এতে প্রবাসী পরিবারগুলো চরম ভোগান্তির শিকার হচ্ছে এবং নতুন প্রজন্ম ধীরে ধীরে দেশের সঙ্গে সম্পর্ক হারাচ্ছে।”
কেন্দ্রীয় কনভেনার মোহাম্মদ মকিস মনসুর বলেন, “আর সোজা আঙুলে ঘি উঠবে না। প্রবাসীদের স্বার্থ রক্ষায় কঠোর কর্মসূচি দিতে হবে। প্রয়োজনে রেমিট্যান্স ও বিমান বয়কটের মতো আন্দোলনে যেতে হবে।” তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব হারুনুর রশীদ বলেন, “বৃহত্তর সিলেটবাসীর ন্যায্য দাবি আদায় না হলে দেশে ও প্রবাসে সবাইকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।” তিনি সভা সফল করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান।
সভা শেষে প্রবাসী সিলেটবাসীর ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ইএন/এসএইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত

























