Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬,   মাঘ ১ ১৪৩২

নূরজাহান শিল্পী

প্রকাশিত: ১২:০০, ১৪ জানুয়ারি ২০২৬

লন্ডনে বিশিষ্ট সমাজসেবক শতবর্ষী দবিরুল ইসলাম চৌধুরীর ইন্তেকাল

বিশিষ্ট সমাজসেবক প্রয়াত দবিরুল ইসলাম চৌধুরী। ছবি: আই নিউজ

বিশিষ্ট সমাজসেবক প্রয়াত দবিরুল ইসলাম চৌধুরী। ছবি: আই নিউজ

বৃটিশ রাণীর কাছ থেকে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পদকপ্রাপ্ত বাংলাদেশের কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক দবিরুল ইসলাম চৌধুরী আর আমাদের মাঝে নেই।

তিনি মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত ১টা ২০ মিনিটে লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর।

দবিরুল ইসলাম চৌধুরী ১৯২০ সালের ১ জানুয়ারি সুনামগঞ্জ জেলার দিরাই থানার কুলঞ্জ গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ১৯৫৭ সালে তিনি ব্রিটেনে পাড়ি জমান। তিনি সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর ছোট চাচা।

দীর্ঘ কর্মজীবনে তিনি দেশ ও প্রবাসে শিক্ষা, মানবকল্যাণ এবং সমাজসেবায় অসামান্য অবদান রাখেন। তাঁর মানবিক কর্মকাণ্ড ও সমাজসেবামূলক উদ্যোগের স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাঁকে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) পদকে ভূষিত করে।

তাঁর ইন্তেকালে দেশ-বিদেশে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সর্বস্তরের মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও প্রবাসী সংগঠনের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানো হয়েছে।

শোকবার্তায় গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনর ও কমিউনিটি ব্যক্তিত্ব মোহাম্মদ মকিস মনসুর বলেন, “দবিরুল ইসলাম চৌধুরী (ওবিই) আমাদের শ্রদ্ধেয় শতবর্ষী দবির চাচা। বিশ্বব্যাপী মানুষের কল্যাণে তহবিল সংগ্রহ, দানশীলতা ও মানবসেবার এক দীর্ঘ ও গৌরবময় যাত্রায় তিনি আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন। মানবতার সেবায় তাঁর জীবন ছিল এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা প্রজন্ম থেকে প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।”

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন। তারা বলেন, মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়