নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০৯:৪৯, ৫ জানুয়ারি ২০২৬
পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও ভারতের আসাম
আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া ছবি।
সোমবার ভোরে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্য। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার সকালে এ তথ্য জানান।
আজ সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এর প্রায় ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।
দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে ছিল। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর (USGS) সূত্রে দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৪ বলে নিশ্চিত করা হয়েছে।
ভূমিকম্প দুটির প্রভাব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, “৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মাত্রার ভূমিকম্প হওয়ায় এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক (পরবর্তী কম্পন) হওয়ার আশঙ্কা রয়েছে। এসব আফটারশক বাংলাদেশের অভ্যন্তরে কিংবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যেকোনো সক্রিয় ফল্টে ঘটতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”
ইএন/এসএইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























