Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ০৬ জানুয়ারি ২০২৬,   পৌষ ২৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৭, ৫ জানুয়ারি ২০২৬
আপডেট: ০৯:৪৯, ৫ জানুয়ারি ২০২৬

পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ ও ভারতের আসাম

আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া ছবি।

আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশের ফেসবুক থেকে নেওয়া ছবি।

সোমবার ভোরে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্য। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ সোমবার সকালে এ তথ্য জানান।

আজ সোমবার ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয়, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এর প্রায় ৩০ সেকেন্ড পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।

দুটি ভূমিকম্পেরই উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়। ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে ছিল। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর (USGS) সূত্রে দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৪ বলে নিশ্চিত করা হয়েছে।

ভূমিকম্প দুটির প্রভাব বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, “৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মাত্রার ভূমিকম্প হওয়ায় এর ফলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক (পরবর্তী কম্পন) হওয়ার আশঙ্কা রয়েছে। এসব আফটারশক বাংলাদেশের অভ্যন্তরে কিংবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যেকোনো সক্রিয় ফল্টে ঘটতে পারে। এ কারণে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।”

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়