প্রকাশিত: ০৯:১৮, ১৭ জুন ২০১৯
আপডেট: ০৯:২২, ১৭ জুন ২০১৯
আপডেট: ০৯:২২, ১৭ জুন ২০১৯
সুনামগঞ্জে ‘যাত্রী অধিকার আন্দোলন’ কমিটি গঠন
সুনামগঞ্জ : পরিবহন মালিক-শ্রমিকদের নৈরাজ্য রূখে দিতে ‘যাত্রী অধিকার আন্দোলন’ সুনামগঞ্জ কমিটি গঠিত হয়েছে। রবিবার রাতে জেলার সর্বস্তরের জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সর্বসম্মতিতে এই কমিটি গঠিত হয়।
কমিটি যাত্রী হয়রানীর বিরুদ্ধে নিয়মিত কর্মসূচিসহ জনগণকে নিয়ে পরিবহন নৈরাজ্য রূখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তাছাড়া সুনামগঞ্জ সিলেট সড়কে মালিক শ্রমিকদের উন্নত বাস সার্ভিস চালুসহ বিআরটিসির উন্নত ও আধুনিক বাস নামানোর দাবি জানানো হয়। সংগঠনের প্রথম কর্মসূচি হিসেবে আগামী ১৮ জুন মঙ্গলবার আলফাত স্কয়ারে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর। কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন চিত্তরঞ্জন তালকুদার, মোরশেদ আলম, ফজলুল হক, তনুজ কান্তি দে, এডভোকেট এনাম আহমেদ ও জুবের আহমদ অপু। সদস্যসচিব মনোনীত হয়েছেন এডভোকেট বোরহান উদ্দিন দোলন, যুগ্ম সদস্যসচিব সাংবাদিক শামীম। কমিটিতে উপস্থিত হন প্রায় ৬০ জন সদস্য।
এডভোকেট রুহুল তুহিন, এডভোকেট এনাম আহমেদ ও সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, মৌলভী বাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ মুহিবুল ইসলাম, মো. ফজলুল হক, ডা. মোরশেদ আহমদ, এডভোকেট বুরহান উদ্দিন দোলন, রাক্ষু রাজ, শিক্ষক নেতা হারুন অর রশিদ, সাবেক কাউন্সিলর শামীম চৌধুরী, তনুজ কান্তি দে, জুবের আহমদ অপু, সাংবাদিক মাহতাব উদ্দিন তালুকদার, এডভোকেট বুরহান উদ্দিন, রাক্ষু রাজ, জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, মোটর শ্রমিক লীগ দক্ষিণ সুনামগঞ্জ সভাপতি মো. আব্দুল আউয়াল, সাংবাদিক শহিদনূর, কলেজ ছাত্র দ্বিপাল ভট্টাচার্য্য, নাসিম, আবু সালেহ, ফয়সাল প্রমুখ।
এসএ/ইএন
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের
সর্বশেষ
জনপ্রিয়