Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ১৫ জুলাই ২০২২

পাঠ্যপুস্তকে দলবাজির নোংরা মহড়া, ক্ষমতা যার ইতিহাস তার: আসিফ

গায়ক আসিফ আকবর। ফাইল ছবি

গায়ক আসিফ আকবর। ফাইল ছবি

‘জাতীয় নেতাদের ভুলে যেতে বসেছে নতুন প্রজন্ম। তারা জানেই না এ দেশের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা কীভাবে এগিয়েছে। পাঠ্যপুস্তকে দলবাজির নোংরা মহড়া চলছেই। ক্ষমতা যার ইতিহাস তার। সুষ্ঠু রাজনীতির কোনো কিছু অবশিষ্ট আছে বলে মনে হয় না।’

‘শিক্ষক, আইনজীবী, ডাক্তার, সাংবাদিক, ছাত্র- সবাই রাজনীতির চক্করে মূদ্রার এপিঠ-ওপিঠ। রাজনীতি থেকে উধাও হয়েছে সিভিল সোসাইটি। মনোনয়ন আর পদ বাণিজ্যের কারণে চোর বাটপার মাসলম্যান সিস্টেমবাজ দুর্বৃত্তরা এখন তৃণমূল থেকে কেন্দ্রীয় নেতা, তাদের হাতেই রাজনীতি।’

‘জনগণ বিদ্যুত, পানি, তেল, গ্যাসসহ সব সুবিধা চায়। আসল জিনিস- নিজেদের ভোটাধিকার চায় না। দিবারাত্রির ভোট ডাকাতরা জাতির ঘাড়ে চেপে বসে আছে সিন্দাবাদের ভূতের মত। যেমন জাতি তেমন নেতা- আমার নয়, মণীষীর কথা।’

‘এই দেশে যারা এখন আলোচিত, তারাই টক শো, অভিনয়, গান, টিকটক কিংবা পার্লামেন্টে সার্কাসের জোকারের ভূমিকায় আছে, তাদের ফ্যান ফলোয়াররাও মহা উজ্জ্বীবিত সোশ্যাল মিডিয়ায়। হুজুগে জাতি মৌলিক অধিকারের দাবি ভুলে গিয়ে ফেসবুকে দোষারোপ আর পার্টিবাজিতে ব্যস্ত। টিস্যুর চেয়ে ইস্যুর মাত্রাতিরিক্ত প্রজননে বীরের জাতি এখন চাটুকারে পরিণত হয়েছে।’

‘এই দেশে গুণী মানুষের কোনো সম্মান নাই। নোবেল, লরিয়েট, খেলোয়াড়, সাহিত্যিক, রাজনীতিক, শিক্ষাবিদ, বিজ্ঞানী, ধর্মীয় নেতা বা যা-ই হোন না কেন, যারা পাচ্ছেন তারা কোনো না কোনোভাবে পদলেহন করে কিংবা বাধ্য হয়ে এই সাময়িক সম্মানে বিগলিত হচ্ছেন।’

‘যে রাস্কেল গান্ডুটা স্কুলের গন্ডি পার করে নাই, সে এখন উপদেশ দিয়ে বেড়ায় সোশ্যাল সাইটে। মূর্খের আবাদে শস্যক্ষেত ধ্বংস। সিস্টেমলসে মেধা পাচার হয়ে যাচ্ছে বিদেশে।’

‘আমি আশাবাদী মানুষ। একটা প্রজন্মকে বেড়ে উঠতে দেখছি। তারা একদিন এই দেশের নেতৃত্ব গ্রহণ করবে। বস্তাপঁচা জ্ঞানপাপী চাটুকার ধর্মগাধা অশিক্ষিত মূর্খের দল বিতাড়িত হবেই। সব খেলা শেষ হবে একদিন। বেঁচে থাকতে চাই রাষ্ট্রের দুর্বৃত্তগুলোর পলায়ণপর মধুর দৃশ্যগুলো দেখার জন্য।’

-গায়ক আসিফ আকবরের ফেসবুক পেজ থেকে নেওয়া...

আইনিউজ/এসডি

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ