Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৯ আগস্ট ২০২৫,   ভাদ্র ৪ ১৪৩২

রুপম আচার্য্য

প্রকাশিত: ১১:০১, ২৪ মার্চ ২০২৫
আপডেট: ১১:০৭, ২৪ মার্চ ২০২৫

দাদাসাহেব ফালকে আইকনিক ফিল্ম অ্যাওয়ার্ড পেলেন শর্মিষ্ঠা দেব

অ্যাওয়ার্ড হাতে চলচ্চিত্র নির্মাতা চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব। ছবি: আই নিউজ

অ্যাওয়ার্ড হাতে চলচ্চিত্র নির্মাতা চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব। ছবি: আই নিউজ

ভারতে দাদাসাহেব ফালকে আইকনিক ফিল্ম অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হলেন চলচ্চিত্র নির্মাতা চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব। 

রোববার ২৩ মার্চ দুপুরে দিল্লির অন্ধ্র এসোসিয়েশন অডিটোরিয়ামে দাদাসাহেব ফালকে আইকনিক অ্যাওয়ার্ড চলচ্চিত্র সংস্থা আয়োজিত অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাঁর নির্মিত ছবি উদ্বাস্তু’র জন্য এই সম্মানে ভূষিত করা হয়। ছবিটি দেশ ভাগের কাহিনী নিয়ে নির্মিত।

চলচ্চিত্র নির্মাতা ও চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব জানান, ‘দাদাসাহেব ফালকে আইকনিক ফিল্ম অ্যাওয়ার্ডের আয়োজন করেছেন যাঁরা তাঁদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অ্যাওয়ার্ডটি উৎসর্গ করছি উদ্বাস্তু পুরো টিমকে, যাঁরা এই ছবিতে আমার সাথে কাজ করেছেন। এছাড়াও এই অ্যাওয়ার্ডটি উৎসর্গ করছি সেই সব মানুষদের, যাঁরা নিজের দেশ থেকে বিতাড়িত হয়ে উদ্বাস্তু হয়েছেন।’

আই নিউজ
 

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ