Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫২, ৭ জানুয়ারি ২০২৩

ভক্তদের নজড় কেড়েছে শুভর নতুন বডি লুক

আরিফিন শুভর নতুন বডি লুক (বাঁয়ে)।

আরিফিন শুভর নতুন বডি লুক (বাঁয়ে)।

ঢাকা অ্যাটাক সিনেমা দিয়ে বক্স অফিসে হিট করে আলোচনায় এসেছিলেন চিত্রনায়ক আরিফিন শুভ। এই সিনেমায় দুর্দান্ত অভিনয়ের কারণে জিতেছেন জাতীয় পুরস্কারও। ভক্তরা অধীর অপেক্ষায় আরিফিন শুভর পরবর্তী সিনেমা ব্ল্যাক ওয়ার, মুজিব, নূরের মতো সিনেমাগুলো দেখার জন্য। এরিমধ্যে নিজের নতুন বডি লুকে ভক্তদের নজর কেড়েছেন ঢাকাই সিনেমার এই তারকা। আগামী ১৩ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে শুভর প্রতিক্ষীত সিনেমা ব্ল্যাক ওয়ার।

ব্ল্যাক ওয়ার সিনেমা নিয়ে ইতিমধ্যে বিনোদন পাড়ায় গুঞ্জন শুরু হয়ে গেছে। ধারণা করা হচ্ছে বছরের শুরুতেই মুক্তি পেতে যাওয়া শুভর এই সিনেমাটি বদলে দিতে আগের সিনেমাগুলোর হালচিত্র। করতে পারে নতুন রেকর্ড। এই সিনেমায় আরেফিন শুভর বডি লুক নিয়েও কথা হচ্ছে বেশ। নিজের শারিরীক কাঠামোর সাথে সামঞ্জস্য রেখে যে বডি শুভ বানিয়েছেন তা ভালো লেগেছে বেশিরভাগ শুভ ভক্তদেরই।

এছাড়াও ব্ল্যাক ওয়ার সিনেমার আরিফিন শুভর পাশাপাশি দেখা যাবে বাংলাদেশের ব্লু আই ভিলেন খ্যাত তাসকিন রহমান, মনোজ কুমার প্রামাণিক, জান্নাতুল ফেরদৌস ঐশী, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবুর মতো শক্তিমান অভিনেতারা।

২০২৩ সালের প্রথম দিন (১লা জানুয়ারি) মুক্তি পেয়েছে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ট্রেইলার, যেখানে শুভর থ্রিল-অ্যাকশন প্রশংসায় ভাসছে। আর দ্বিতীয়দিন মুক্তি পেয়েছে তাঁর প্রথম মিউজিক্যাল ফিল্ম। ‘চলো না একসাথে’ শিরোনামের গানটিতে শুভর রোমান্সে বুঁদ হচ্ছেন দর্শক।

‘ব্ল্যাক ওয়ার’ সিনেমা প্রসঙ্গে আরিফিন শুভ বলছেন, ‘এই সিনেমা জন্য আমি যতটা শারীরিক এবং মানসিক শ্রম দিয়েছি সেটা সর্বোচ্চ। এই সিনেমার জন্য পায়ের ইনজুরি আমি এখনো বয়ে বেড়াচ্ছি, যতদিন বাঁচবো ততদিন সেটা বইতে হবে। আমি দর্শকদের বলল, এতদিন বাইরে এসব পরিশ্রম দেখেছেন এবার মেইড ইন বাংলাদেশ পরিশ্রমটা দেখুন।’

আই নিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News

যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News

চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ