Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

রুপম আচার্য্য

প্রকাশিত: ১০:১৩, ১৯ মে ২০২৪
আপডেট: ১০:৪০, ১৯ মে ২০২৪

জমকালো আয়োজনে বহাগী বিদায় উৎসব অনুষ্ঠিত

হাইলাকান্দি ডিএসএ প্রাঙ্গণে মঞ্চে নৃত্য পরিবেশন করছে শিল্পীরা। ছবি: আই নিউজ

হাইলাকান্দি ডিএসএ প্রাঙ্গণে মঞ্চে নৃত্য পরিবেশন করছে শিল্পীরা। ছবি: আই নিউজ

হাইলাকান্দি জেলায় নানা স্বাদের নানা ভাষার জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বহাগী বিদায় উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুরুতে উদ্বোধনী নৃত্য পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন শিলচরের মনিমালা নৃত্যশিক্ষা কেন্দ্র, নৃত্য পরিচালনায় ছিলেন তথাগত দাস।

গত (১৭ মে) শুক্রবার সন্ধ্যায় হাইলাকান্দি ডিএসএ প্রাঙ্গণে আদ্যা মা প্রোডাকশনের আয়োজনে এবং হাইলাকান্দি পুলিশ প্রশাসন এবং এসসি মোর্চার স্টেট প্রেসিডেন্ট মুন স্বর্ণকারের সহযোগিতায় এই বহাগী বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কুমার দাসের সঞ্চালনায় মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভারম্ভ করেন হাইলাকান্দির এডিশনাল এসপি (হেডকোয়ার্টার) শেখর জ্যোতি রায়, ডেপুটি সুপারেন্টেনডেন্ট অফ পুলিশ সুরজিৎ চৌধুরী, জেলা বিজেপির সভাপতি স্বপন ভট্টাচার্য, হাইলাকান্দি জেলার রেডক্রস সোসাইটির সভাপতি প্রেমাংশু পাল, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি জহর শর্মা মজুমদার, সিনিয়র সিটিজেন ফোরামের সভাপতি নারায়ন দেবনাথ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাজ শেখর সিনহা, অনুষ্ঠানের মুখ্য আহবায়ক আদ্যা মা প্রোডাকশনের কর্ণধার হীরক পাল প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালক কুমার দাস আদ্যা মা প্রোডাকশনের কাজকর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে দর্শকদের ওয়াকিবহাল করেন। তাছাড়া শহীদ দিবসের উপর ভিত্তি করে নিক্কন ডান্স একাডেমির পরিবেশনায় ‘উনিশ স্মরণে’ এবং বাংলা লোকনৃত্য এবং কত্থকের মিশেলে একটি অনবদ্য নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এটি পরিচালনায় ছিলেন শুভ্রাংশু নাথ মজুমদার।

করিমগঞ্জের নুপুর নৃত্যালয় পরিবেশন করে কুকি ও রিয়াং নৃত্য, পরিচালনায় ছিলেন পায়েল চক্রবর্তী কুড়ি। শিলচরের নৃত্যভারতীর পরিবেশনায় ছিল বিহু নৃত্য, পরিচালনায় ছিলেন রঞ্জিতা সিনহা। এছাড়াও হাইলাকান্দি জেলার জোনবিবি জেং বিহু দল পরিবেশন করে অনবদ্য একটি বিহু নৃত্য।

আদ্যা মা প্রোডাকশনের সিইও এবং সঞ্চালিকা শর্মিষ্ঠা দেব জানান, ‘বরাক উপত্যকায় বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করেন তাই প্রত্যেক ভাষা এবং সংস্কৃতির মিলন মেলাতেই একটি উৎসব সার্থক রূপ পেতে পারে। এই বহাগী বিদায় উৎসব যেন এরই এক অন্যতম রূপ। তিনি এও বলেন যে এই পৃথিবীর কোন প্রান্তেই যেন কোন মাতৃভাষাকে নিজের ভাষা বলার জন্য প্রাণ দিতে না হয়, এটাই যেন হয় এই বহাগী বিদায় উৎসবের মূল স্লোগান।’

অনুষ্ঠানের আহ্বায়ক আদ্যা মা প্রোডাকশনের কর্ণধার হীরক পাল জানান ‘আমরা যেমন বৈশাখের আগমনকে বরণ করি ঠিক তেমনি বৈশাখ বিদায় জানানোর একটি অনুষ্ঠান হলো বহাগী  বিদায় উৎসব। এখানে আমাদের বরাক উপত্যকার নানা ভাষা জনজাতির অনুষ্ঠান হবে তবেই না বৈচিত্রের মধ্যে ঐক্য ধরা পড়বে গোটা ভারতবর্ষের কাছে।’

অনুষ্ঠানের অংশগ্রহণ করা প্রত্যেক সংগঠনকে উত্তরীয় ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মান জানান হাইলাকান্দি জেলার বন আধিকারিক অখিল রঞ্জন দত্ত এবং হাইলাকান্দির এডিশনাল এসপি (হেডকোয়ার্টার) শেখর জ্যোতি রায়।

অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল সংগীতশিল্পী দিকশু শর্মার সঙ্গীতানুষ্ঠানের। কিন্তু সেদিনের এই অনুষ্ঠানের বাধ সাধলো প্রবল ঝড় বৃষ্টি। হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হওয়ায় জনপ্রিয়  সংগীত শিল্পীর অনুষ্ঠান শুরু করা সম্ভব হয়নি। যদিও রাত সাড়ে বারোটা অবদি প্রবল উৎসাহ উদ্দীপনার সাথে দর্শকরা অপেক্ষা করেছিলেন হয়তো বৃষ্টি থামবে হয়তো আবারো অনুষ্ঠান শুরু হবে এবং তাদের জনপ্রিয় শিল্পী দিকশু শর্মা মঞ্চে আসবেন।

কিন্তু প্রবল ঝড় তুফানের জন্য রাত সাড়ে বারোটার পর একে একে দর্শকেরা ঘর মুখ হন তবুও যাওয়ার আগে একই কথা সবার মুখেই ছিল যে মাতৃভাষা শহীদ দিবসের আগে এমন একটি অনুষ্ঠান উপহার পাওয়া সত্যিই পরম পাওয়া। যেখানে মঞ্চে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মাধ্যমে নানা জাতির মাতৃভাষাকে সম্মান জানানো হয়েছে।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন কুমার দাস এবং চিত্র পরিচালক শর্মিষ্ঠা দেব। তবে আবহাওয়া অনুকূল থাকলে আগামী (২২ মে) দিকশু শর্মার অনুষ্ঠান আবারও আয়োজন করার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন, মুন স্বর্ণকার এবং আদ্যা মা প্রোডাকশন হাউস এর কর্ণধার হীরক পাল।

আই নিউজ

Green Tea
বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়