Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৩:০২, ১১ এপ্রিল ২০২২

করোনার নতুন ধরন ‘এক্সই’, কতটুকু মারাত্মক?

করোনাভাইরাস। ফাইল ছবি

করোনাভাইরাস। ফাইল ছবি

ভারতের মুম্বাইয়ে করোনার নতুন ধরন ‘এক্সই’ শনাক্ত হয়েছে। ধারণা করা হচ্ছে, করোনার ওমিক্রনের চেয়েও এক্সই ভ্যারিয়েন্ট ১০ গুণ বেশি মারত্মক হতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন এক্সই হলো, ওমিক্রনের একটি পরিবর্তীত রূপ যা মিউটেশনের মাধ্যমে সংক্রমণ ক্ষমতা কয়েকগুণ বাড়িয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রাথমিক উপসর্গ থেকে জানা যাচ্ছে এটি অন্যান্য ওমিক্রন মিউটেশনে স্ট্রেনগুলোর তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি সংক্রমণযোগ্য হতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এক্সই হলো ওমিক্রনেরই আগের দুটি সাব-স্ট্রেন বিএ১ ও বিএ২ এর রিকম্বিনেশন। চলতি বছরে জানুয়ারিতে যুক্তরাজ্যে করোনার স্ট্রেনটি প্রথম শনাক্ত করা হয়।

আরও পড়ুন- করোনার প্রভাবে ছোট হয়ে যেতে পারে মস্তিষ্ক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিএ.২ এর তুলনায় ১০ শতাংশ হারে সংক্রমিত হতে পারে এক্সই। তবে এখনো রোগের তীব্রতায় এক্সইর গুরুতর লক্ষণের কোনো প্রমাণ মেলেনি।

করোনার এক্সইর উপসর্গ অনেকের জন্য হালকা হতে পারে আবার কারো জন্য গুরুতর হতে পারে। টিকা নেওয়ার সময় ও আগে করোনা সংক্রমিত হলে আগের প্রতিরোধ ক্ষমতার উপর নির্ভর করে কোভিড-১৯ ভাইরাসের লক্ষণ ও তীব্রতা ব্যক্তি অনুসারে বদলায় হয়।

আরও পড়ুন- সাধারণ মাথাব্যথা নাকি ওমিক্রন, বুঝবেন কীভাবে?

করোনার এক্সইর উপসর্গগুলো কী কী?

• জ্বর
• গলা ব্যথা
• গলা খুশখুশে
• কাশি
• সর্দি
• ত্বকে জ্বালা ও বিবর্ণতা
• গ্যাস্ট্রোইনটেস্টাইনাল যন্ত্রণা ইত্যাদি।

বেশ কিছু ক্ষেত্রে সমস্যা গুরুতর হলে অন্যরকমের কিছু উপসর্গ দেখা যায় যেমন- বুক ধড়ফড় করা, কখনো কখনো ভাইরাসটি গুরুতর স্নায়ুরোগের কারণও হতে পারে।

আইনিউজ/এসডিপি 

 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়