আপডেট: ০৭:২৮, ১ আগস্ট ২০১৯
মৌলভীবাজারে আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলন
শোকের মাস আগস্টের প্রথম প্রহর, রাত ১২ টা ১ মিনিটে মৌলভীবাজার স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে জেলা যুবলীগ। শ্রদ্ধা জানানো হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এ সময় স্মরণ করা হয় ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নিহত বেগম ফজিলাতুন্নেছাসহ সকল শহীদদের প্রতি।
মৌলভীবাজার : শোকের মাস আগস্টের প্রথম প্রহর, রাত ১২ টা ১ মিনিটে মৌলভীবাজার স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে এক মিনিট নীরবতা শেষে মোমবাতি প্রজ্বলন করে জেলা যুবলীগ। শ্রদ্ধা জানানো হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। এ সময় স্মরণ করা হয় ১৫ আগস্ট ঘাতকদের বুলেটে নিহত বেগম ফজিলাতুন্নেছাসহ সকল শহীদদের প্রতি।
মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ। শপথ বাক্য পাঠ করান জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান প্রমুখ।
জেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধুর খুনীদের বিদেশ থেকে ফেরত এনে রায় কার্যকর করার দাবীও জানান বক্তারা।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের