Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭, ৯ মার্চ ২০২২
আপডেট: ২০:৩৮, ৯ মার্চ ২০২২

রাশিয়ার সাথে পাল্লা দিতে ইউক্রেনে অস্ত্র সরবরাহ বাড়াচ্ছে যুক্তরাজ্য

ইউক্রেনের আত্মরক্ষার জন্য যুক্তরাজ্য সেখানে অস্ত্রের সরবরাহ বাড়াচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস । ব্রিটিশ পার্লামেন্টেওয়ালেস বলেন, যুক্তরাজ্য ইতোমধ্যেই ইউক্রেনে দুই হাজার ‘নেক্সট-জেনারেশন’ হালকা ট্যাংক-বিধ্বংসী অস্ত্র পাঠিয়েছে। এই সংখ্যা এখন তিন হাজার ৬১৫তে উন্নিত করা হচ্ছে।

বেন ওয়ালেস আরও বলেন, এ ছাড়া ইউক্রেনকে ‘জ্যাভেলিন’ ট্যাংক-বিধ্বংসী অস্ত্রের একটি ছোট চালান দেওয়া হচ্ছে। ‘স্টারস্ট্রিক’ নামের সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্র পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।

ওয়ালেস আরও জানান, যুক্তরাজ্য এ ছাড়া হালকা অস্ত্র ও অন্যান্য সরঞ্জামও পাঠিয়েছে। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর আজ বুধবার (৯ মার্চ) পর্যন্ত টানা দ্বিতীয় সপ্তাহের মতো দেশ দুইটির মধ্যে চলছে তুমুল লড়াই।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১০ মার্চ) তুরস্কের আনতালিয়ায় রুশ ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। এ নিয়ে আশা প্রকাশ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

 

এরদোয়ান বলেছেন, তিনি আশা করছেন আনতালিয়ায় যে বৈঠকটি অনুষ্ঠিত হবে– তা একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ খুলে দেবে। ইউক্রেনে রুশ অভিযান শুরুর পর এই প্রথম দুটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

তুরস্ক ন্যাটো জোটের সদস্য হলেও রাশিয়া-ইউক্রেন সংকটে এরদোয়ান পশ্চিমা দেশগুলোর তুলনায় ভিন্ন এক ভূমিকা নিচ্ছেন। 

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সর্বশেষ