Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২২, ২৩ মার্চ ২০২২

ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলা সত্যিকারের হুমকি

ইউক্রেনে রাশিয়ার আক্রমণে যে যুদ্ধের শুরু হয়েছে, সেটি সারা বিশ্বের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। যুদ্ধে ইউক্রেনের নাজেহাল অবস্থা দেখা গেলেও রাশিয়াও কম পর্যদুস্ত হয়নি। এমন অবস্থায় রাশিয়া পারমাণবিক অস্ত্রের ব্যবহার করে বসতে পারে এমন দুশ্চিন্তা বিশ্বনেতাদের। বুধবার (২৩ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্র হামলা একটি সত্যিকারের হুমকি। 

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রেক্ষিতে মস্কোর বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা ও পশ্চিমা বিশ্বের সঙ্গে ঐক্য আরও জোরদারের লক্ষ্যে ইউরোপ সফরের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন বাইডেন। এর আগে হোয়াইট হাউজ ত্যাগের আগে মার্কিন এই প্রেসিডেন্ট এমন মন্তব্য করেছেন। 

এই মুহূর্তে রাসায়নিক যুদ্ধের হুমকি কতটা তীব্র- এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, আমি মনে হয় এটি একটি সত্যিকারের হুমকি।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ মার্চ) ব্রাসেলসে বৈঠকে তিনি এই সম্পর্ক আরও শক্তিশালী করার চেষ্টা করবেন। এ দিন তিনি ন্যাটো, জি ৭ গ্রুপ ও ইউরোপিয়ান কাউন্সিলের সঙ্গে বৈঠক করবেন।   

এদিকে জাপানের নিষেধাজ্ঞার পাল্টা পদক্ষেপ হিসেবে দেশটির সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করা নিয়ে দ্বিপাক্ষিক শান্তি চুক্তি আলোচনা থেকে সরে দাঁড়িয়েছে রাশিয়া। মালিকানা নিয়ে বিরোধপূর্ণ দ্বীপগুলোর সঙ্গে সম্পর্কিত দুই দেশের যৌথ অর্থনৈতিক প্রকল্পও স্থগিত করেছে মস্কো। ইউক্রেনের যুদ্ধ নিয়ে তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়ে টোকিও ‘প্রকাশ্যে অবন্ধুসুলভ’ আচরণ করায় এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মস্কো।

মঙ্গলবার জাপান রাশিয়ার এসব সিদ্ধান্তের নিন্দা করেছে। মস্কোর সমালোচনা করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ‘এ পুরো পরিস্হিতি তৈরি হয়েছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে। আর এটি নিয়ে রাশিয়া-জাপানের সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করার রাশিয়ার পদক্ষেপ অত্যন্ত অন্যায় এবং পুরোপুরি অগ্রহণযোগ্য।’

জাপানের সর্বউত্তরের দ্বীপ হোক্কাইডোর উত্তরে চারটি দ্বীপ নিয়ে বিরোধ থাকায় জাপান ও রাশিয়ার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ হয়নি। কুরিল দ্বীপপুঞ্জ নামে পরিচিত ওই দ্বীপ চারটি রাশিয়ার নিয়ন্ত্রণে আছে। জাপানে এগুলো ‘উত্তর অঞ্চল’ হিসেবে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ প্রান্তে সোভিয়েত ইউনিয়ন এ দ্বীপগুলো দখল করে নিয়েছিল। বিশ্বযুদ্ধে আন্তর্জাতিক সীমানা পরিবর্তিত হওয়ায় এ অধিগ্রহণকে বৈধ বলে দাবি করে আসছে রাশিয়া। কিন্তু জাপান এর সঙ্গে দ্বিমত পোষণ করে আসছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়