Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫,   আষাঢ় ১৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৫, ২৩ মার্চ ২০২২
আপডেট: ১৪:০৬, ২৩ মার্চ ২০২২

ছেলে হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে সাংবাদিক দানিশের বাবা-মা

ছেলে হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করেছেন পুলিৎজারজয়ী ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকীর বাবা-মা। 

গত বছর আফগানিস্তানের কান্দাহারে তালিবানের হাতে খুন হয়েছিলেন ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকী। তখন তিনি কান্দাহারের স্পিন বোলদাক শহরে আফগান নিরাপত্তা বাহিনী এবং তালেবান যোদ্ধাদের মধ্যে সংঘর্ষের খবর কভার করছিলেন।

ঘটনার বছর ঘোরার আগেই দানিশের পরিবার বড়সড় পদক্ষেপ নিলো। পরিবারের সদস্যদের দাবি, দানিশের খুনি তালিবানের বিরুদ্ধে তদন্ত শুরু হোক এই হত্যামামলা নিয়ে। এদিন পরিবারের তরফে প্রকাশ করা হয় বিবৃতি। ছেলের মৃত্যুতে এই আদালত থেকে ন্যায়বিচার পাবেন বলে আশা করছেন তারা। 

দানিশের বাবা-মা বলছেন, ছেলের সঙ্গে অমানবিক ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন- বলুন তো ছবিটি কার, নারী নাকি পুরুষের?

দানিশের বাবা-মায়ের আইনজীবী আন্তর্জাতিক অপরাধে মামলার বিষয়টি জানিয়েছেন। সিদ্দিকীর বাবা-মা হেগের আইসিসিতে ছয় তালেবান নেতা এবং অজ্ঞাতনামা কয়েকজন কমান্ডারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। 
দানিশের বাবা-মা বলছেন যে, তাদের ছেলেকে তালেবান নেতাদের একটি দল নির্যাতন করে হত্যা করেছে। তিনি ভারতীয় ফটোসাংবাদিক ছিলেন বলেই এমন করা হয়েছে বলে দাবি তাদের। 

দানিশের মৃত্যুর পর, আফগান নিরাপত্তা কর্মকর্তারা এবং ভারতীয় সরকারি কর্মকর্তারা রয়টার্সকে বলেন যে, তালেবান হেফাজতে মৃত্যু হয় দানিশের। তার লাশের ছবি, গোয়েন্দা তথ্য ও পরীক্ষার ভিত্তিতে ওই তথ্য দেওয়া হয়। 

আরও পড়ুন- যেকোনো সময় নিষিদ্ধ হতে পারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, জানুন কারণ

দানিশ সিদ্দিকী ছিলেন পুলিৎজার পুরস্কার বিজয়ী। তিনি রয়টার্সের ফটোগ্রাফার ছিলেন। আফগান বিশেষ বাহিনীর সাথেও যুক্ত ছিলেন তিনি। গত বছর তালেবানদের সঙ্গে সংঘর্ষের সময় তিনি নিহত হন।

তবে এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তালেবান। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর

৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন 

বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়