Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪০, ২৩ মার্চ ২০২২

চীনের বিধ্বস্ত বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ গুয়াংশিতে ধ্বংস হওয়া যাত্রীবাহী বিমানটির ব্ল্যাকবক্স উদ্ধার হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র লিউ লুসং বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

বিমানের ফ্লাইট রেকর্ডারকে সাধারণভাবে ব্ল্যাক বক্স বলা হয়। এটি বিমানে ব্যবহৃত একটি ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস বা যন্ত্রাংশ, যেখানে বিমানের সব তথ্য সংরক্ষিত থাকে।

যে কোনো বিমান দুর্ঘটনার তদন্তে বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। সাধারণত উড়োজাহাজের পেছনের দিকে থাকে এই যন্ত্রাংশটি।

আরও পড়ুন-  ধাঁধা : বলুন তো ছবিটি কার, নারী নাকি পুরুষের?

গত ২১ মার্চ চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান ১৩২ জন আরোহী নিয়ে দেশটির গুয়াংশি প্রদেশের দুর্গম পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, বিমানটি গুয়াংশির উঝৌ এলাকার আকাশে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় চলার সময় আচমকা পাহাড়ে আছড়ে পড়ছে।

ভিডিওতে দেখা যায়, একদম খাড়াভাবে ভূমিতে পতিত হয়েছে বিমানটি। অর্থাৎ পতনের সময় বিমানটির সামনের অংশ নিম্নমুখী এবং পেছনের অংশ আকাশের দিকে ছিল। অত্যন্ত দ্রুত গতিতে নিচের দিকে পড়ছিল সেটি।

চীনের বেসামরিক বিমান পরিবহন প্রশাসন (সিএএসি) বলছে, বোয়িং ৭৩৭ এর এমইউ৫৭৩৫ ফ্লাইটটি কুনমিং শহর থেকে গুয়াংঝু যাচ্ছিল। গুয়াংশি অঞ্চলের উঝৌ এলাকার আকাশে থাকাকালীন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটিতে ১২৩ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন। যদিও চীনের সরকারি গণমাধ্যমের খবরে বিধ্বস্ত বিমানে ১৩৩ জন ছিলেন বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ

ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইট ফ্লাইটরাডার টোয়েন্টিফোর বলছে, চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের বিমানটি গুয়াংঝু যাওয়ার উদ্দেশ্যে বেলা ১টা ১১মিনিটে কুনমিং থেকে উড্ডয়ন করেছিল। বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত হয়েছিল ২টা ২২মিনিটে। সেই সময় গুয়াংশির উঝৌ এলাকার আকাশে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় ঘণ্টায় ৩৭৬ মাইল (৬৯৬ কিলোমিটার) গতিবেগে বিমানটি চলছিল।

বিমানটি মাত্র ১ মিনিট ৩৬ সেকেন্ডের ব্যবধানে ২৯ হাজার ১০০ ফুট উচ্চতা থেকে ৩ হাজার ২২৫ ফুট উচ্চতায় নেমে আসে। এর পরপরই বিমানটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মৌলভীবাজারে ট্যুরিস্ট বাস চালু

যেসব দেশে যেতে বাংলাদেশিদের লাগবে না ভিসা

সাজেক: কখন-কীভাবে যাবেন, কী করবেন? জেনে নিন বিস্তারিত

Green Tea
সর্বশেষ