Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:১৪, ২২ জুলাই ২০২২

অস্থিতিশীল শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রীর শপথ

অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা শ্রীলঙ্কায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দিনেশ গুনাবর্ধনে। শুক্রবার (২২ জুলাই) শপথ নেন তিনি। এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহে শপথ নিয়েছিলেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গুনাবর্ধনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নতুন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শুক্রবার মন্ত্রিসভার অন্য সদস্যদেরও শপথ নেওয়ার কথা রয়েছে।

কলম্বো শহরের সরকারি স্থাপনায় অবস্থান নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর অভিযানের কয়েক ঘণ্টার মাথায় এই শপথ অনুষ্ঠান হলো।  

অভিযানে বিক্ষোভস্থল আংশিক ফাঁকা করা হয়েছে। গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজনকে। প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহে শপথ নেওয়ার পর এ অভিযান চালানো হয়।

গত বুধবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। ২২৫ আসনের পার্লামেন্টে তিনি ভোট পেয়েছেন ১৩৪টি। 

গত মে মাসে বিক্ষোভের মুখে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন মাহিন্দা রাজাপাকসে। এরপর ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) নেতা রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর পদে বসান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। কিন্তু তাতে জনরোষ কমেনি। প্রচণ্ড বিক্ষোভের মুখে গত সপ্তাহে শ্রীলঙ্কা থেকে পালিয়ে প্রথমে মালদ্বীপ ও পরে সিঙ্গাপুরে যান গোতাবায়া। সেখান থেকে ১৪ জুলাই পদত্যাগপত্র পাঠান তিনি। ফলে সংবিধান অনুসারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হন রনিল বিক্রমাসিংহে।

বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট হিসেবে রনিল বিক্রমাসিংহেকে মেনে নেননি। ফলে বিক্ষোভ দমন করতে কঠোর হন রনিল। শপথ নেওয়ার পরপরই তিনি বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করা কিংবা সরকারি কোনো ভবন দখল নেওয়া কোনো গণতান্ত্রিক কার্যক্রম নয়। এ ধরনের কোনো কিছু করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ