আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবে খুলছে মদের দোকান, মদ কিনতে পারবেন যারা
প্রতীকী ছবি
আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ বাড়াতে অজস্র উদ্যোগ নিচ্ছে সৌদি আরব প্রশাসন। দেশটিতে এখন বিশ্বের বড় ফুটবল লিগগুলোর একটি অনুষ্ঠিত হয়। তাছাড়া, সারা বছর প্রচুর পরিমাণ পর্যটক সৌদি ভ্রমণে যান। বিদেশি পর্যটকদের সুবিধার্থে এবার নিজ দেশে মদের দোকান খুলতে যাচ্ছে সৌদি প্রশাসন। তবে, কেবল নির্দিষ্ট কাষ্টমাররাই এসব দোকান থেকে মদ কিনতে পারবেন।
কূটনীতিবিদদের জন্য রাজধানী রিয়াদে এই মদের দোকানটি চালু করা হচ্ছে। এ দোকানে কেবল অ-মুসলিম কূটনৈতিকদের কাছে মদ বিক্রি করা হবে বলে সূত্র ও একটি নথির বরাতে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
দোকানটি থেকে মদ কিনতে চাইলে গ্রাহকদেরকে একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে রেজিস্টার করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ক্লিয়ারেন্স কোড নিতে হবে এবং মাসিক কোটা মেনে চলেই মদ কিনতে হবে বলে রয়টার্স-এর দেখা ওই নথিতে বলা হয়েছে।
ইসলাম ধর্মে মদপান হারাম। আর সৌদি আরবও বেশ রক্ষণশীল দেশ। তবে পর্যটন ও ব্যবসার জন্য দেশকে আরও উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। তারই অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের জন্য এমন সিদ্ধান্ত বেশ বড়ই বলা চলে।
এছাড়া তেলভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে আসতে চায় সৌদি আরব। তার জন্য ভিশন ২০৩০ নামক একটি পরিকল্পনাও বাস্তবায়ন করছে এটি। মদের দোকান শুরু করাও বৃহত্তর এ পরিকল্পনার অংশ।
নতুন এ দোকানটি রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টার এলাকায় স্থাপন করা হচ্ছে। এই এলাকায় বিভিন্ন দূতাবাস ও কূটনীতিবিদদের বাসস্থানের অবস্থান। এলাকাটি অ-মুসলিমদের জন্য 'কড়াভাবে নিষিদ্ধ' থাকবে বলে নথিতে উল্লেখ করা হয়েছে।
তবে দেশটিতে বাস করা অ-মুসলিম বিদেশি ব্যক্তিরা ওই দোকান ব্যবহার করতে পারবেন কি না সে ব্যাপারে নথিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোকানটি খোলা হতে পারে বলে পরিকল্পনার সঙ্গে জড়িত একটি সূত্র জানিয়েছে।
সৌদি আরবে মদ পান করা শাস্তিযোগ্য অপরাধ। মদ্যপানের শাস্তির মধ্যে রয়েছে চাবুকাঘাত, জরিমানা, দেশ থেকে বের করে দেওয়া, কারাভোগ ইত্যাদি। তবে বর্তমানে পুনর্গঠনের অংশ হিসেবে চাবুকাঘাতের স্থলে বেশিরভাগক্ষেত্রে কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
সৌদি আরব মুসলিম প্রধান দেশ। এখানে মুসলিমদের অন্যতম ধর্মীয় স্থান মক্কা এবং মদীনা অবস্থিত। ইসলাম ধর্মে মদ হারাম থাকায় মদের ব্যাপারে সৌদিতে কঠোর আইন মানা হয়। এতদিন দেশটিতে মদ কেবল ডিপ্লোম্যাটিক মেইল অথবা কালোবাজারের মাধ্যমে সংগ্রহ করা যেত। দোকান খোলার মাধ্যমে প্রকাশ্যে মদ বিক্রির যাত্রা শুরু করতে যাচ্ছে দেশটি।
আই নিউজ/এইচএ
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- চীনা ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর প্রবেশ
- টাইমস স্কোয়ারে ‘ট্রাম্প ডেথ ক্লক’
- পঙ্গপাল না মেরে বিক্রি করে আয় করছেন কৃষকরা!