Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ২৮ মার্চ ২০২৪

থাইল্যান্ডে বৈধতা পাচ্ছে সমলিঙ্গ বিয়ে 

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সমলিঙ্গ বিয়ের বিষয়টি বিশ্ব জুড়ে বিতর্কিত এবং আলোচিত। তবে, এসব আলোচনা-সমালোচনার মধ্যে থাইল্যান্ডে সমলিঙ্গ বিয়ের বৈধতা বিল পাস হয়েছে। 

বুধবার (২৭ মার্চ) দেশটির পার্লামেন্টের নিম্মকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাস হয়।

এর মধ্যদিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গ বিয়ের বৈধতা দেয়ার পথে এক ধাপ এগিয়ে গেলো থাইল্যান্ড। যদিও বিলটি আইনে পরিণত হতে এখনও উচ্চকক্ষ সেনেটে অনুমোদন ও রাজকীয় অনুমোদনের প্রয়োজন পড়বে।

তবে ধারণা করা হচ্ছে, চলতি বছরের শেষ নাগাদই প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার মধ্য দিয়ে আইনটি পাস হয়ে যাবে।

বিবিসি জানিয়েছে, বুধবার থাইল্যান্ডের প্রতিনিধি পরিষদে ৪১৫ জন আইনপ্রণেতা উপস্থিত ছিলেন এবং বিলটির পক্ষে ৪০০ ভোট পড়ে। ওই বিলে বিবাহকে একজন নারী ও একজন পুরুষের মধ্যে বন্ধনের পরিবর্তে দুইজন মানুষের মধ্যে বন্ধন বলে বর্ণনা করা হয়।

বিলে আরও বলা হয়, নারী ও পুরুষের মতো ‘এলজিবিটিকিউ প্লাস’ জুটিদের বিয়ে সংক্রান্ত কর রেয়াতে সমান অধিকার, তারা সম্পত্তির উত্তরাধিকারী হতে এবং অক্ষম অংশীদারদের জন্য চিকিৎসার সম্মতি দিতে পারবে।

এর আগেও থাইল্যান্ডে সমলিঙ্গ জুটিতে বিয়ের আইনি বৈধতা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই সেসব উদ্যোগ ব্যর্থ হয়।

সমলিঙ্গে বৈধতা দেয়ার পক্ষে নাগরিকদের মতামত জানতে গত বছর থাইল্যান্ডে সরকারিভাবে দেশজুড়ে একটি জরিপ পরিচালিত হয় বলে জানায় বিবিসি। জরিপে ৯৬ দশমিক ৬ শতাংশ ভোট বৈধতা দেয়ার পক্ষে পড়ে। 

গত বছর থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের সময় বেশ কয়েকটি রাজনৈতিক দল থেকে নির্বাচনী প্রচারের সময় সমলিঙ্গ জুটিদের স্বীকৃতি দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। প্রধানমন্ত্রী স্রেতা থাভিসিনও এর পক্ষে নিজের সমর্থন নিয়ে সব সময় সরব থেকেছেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়