আপডেট: ১১:১৭, ২৮ আগস্ট ২০১৯
দশম শ্রেণির ছাত্রের বক্তব্যে পুলিশ সুপারের মুগ্ধতা
হেলাল আহমেদ : মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. আবু তালিব চৌধুরী। মৌলভীবাজারে আয়োজিত সাতদিনব্যাপী বৃক্ষমেলায় অন্য দশটি শিক্ষার্থীর মতো সেও এসেছিলো অনুষ্ঠানে।
কথা ছিলো শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেওয়ার। সেজন্য নিজের মতো করেই বক্তব্যে কী বলবেন তা তৈরি করেই এনেছিলেন ছোট্ট তালিব। সাথে নিজেই লেখে এনেছিলেন ছোট্ট একটি স্লোগান- ‘একটি গাছ কাটলে, ২টি গাছ রোপণ করতে হবে’।
তাঁর এই বক্তব্য মুগ্ধ করে উপস্থিত সকলকে। কারণ আবু তালিবের বক্তব্যে ছিলো বিশ্বের চলমান সমস্যা, সেই সমস্যার সাথে সম্পর্কিত বাংলাদেশের অবস্থা।
বক্তব্যে মুগ্ধ হন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সংসদ সদস্য- নেছার আহমদ এমপি, সৈয়দা জোহরা আলাউদ্দিন এমপি, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমদ, মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ উপস্থিত অতিথি ও দর্শকেরা।
বক্তৃতায় মুগ্ধ হয়ে ২০০০ টাকা অর্থ মূল্যের পুরষ্কার ঘোষণা করেন মৌলভীবাজার জেলার নবাগত পুলিশ সুপার ফারুক আহমদ পিপিএম(বার)। আমন্ত্রণ জানান আবু তালিব চৌধুরীকে। সোমবার (২৬ আগস্ট) দুপুরে পুলিশ সুপার কাযালয়ে ফারুক আহমেদ দুই হাজার মূল্যের একসেট বই তোলে দেন আবু তালিবের হাতে।
এ নিয়ে আবু তালিবের সাথে যখন কথা বলছিলাম তখনো তিনি বই পাওয়ার খুশিতে আপ্লূত। জানতে চাই, ‘কি ছিলো তাঁর সেদিনের বক্তব্যের বিষয় বস্তু।?’
আবু তালিব আইনিউজকে বলেন, বক্তব্যের শুরুতেই তিনি তোলে ধরেন চলমান সময়ে আমাজনের ভয়াবহ দাবানলের কথা। ‘দেখুন আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। কারণ পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশই সরবরাহ করে আমাজনের রেইন ফরেস্ট। কিন্তু এই অঞ্চলে আজ লেলিহান শিখায় আগুন জ্বলছে। মুহুর্তেই ধ্বংস হয়ে যাচ্ছে আমাজন।
এবারের আমাজনের ভয়াবহ দাবানলের পেছনে নিশ্চই কারণ আছে। আমার যতটুকু ধারণা এর পেছনে থাকতে পারে স্বার্থান্বেসি মানুষের হাত। তাই আমাজনকে রক্ষার জন্য আমাদেরকে নিজেদের জায়গা থেকে কাজ করতে হবে। কেননা আমাজন ধ্বংস হলে এর প্রভাব শুধু ব্রাজিল কিংবা এর আশেপাশের এলাকা নয়, প্রভাব পড়বে বাংলাদেশেও।’
আবু তালিব বক্তব্যের এক জায়গায় পরিবেশ ও বন মন্ত্রীসহ অন্যান্যদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘এই জায়গায় এসে আমাদেরকে আমাদের দেশের দিকটিও মাথায় রাখতে হবে। কারণ পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ আমাজনের রেইন ফরেস্ট যেমন দেয়, তেমনি বাংলাদেশের অক্সিজেন সরবরাহেও রয়েছে সুন্দরবনের ভূমিকা। তাই আমাজন রক্ষার সাথে সাথে আমাদেরকে সুন্দরবন রক্ষার জন্যও কাজ করতে হবে, কথা বলতে হবে। সাধারণত একটি দেশে ২৫ শতাংশ বনভূমি থাকতে হয়। সরকারি তথ্য অনুযায়ী বাংলাদেশে আছে ১৭ শতাংশ বনভূমি। অন্যদিকে ইউনেস্কোর হিসেবে বাংলাদেশে বনভূমির পরিমাণ মাত্র ১০ শতাংশ। তথ্যের এই গড়মিল কেন তা একটু বিস্তারিতভাবে বলবেন।’
মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. আবু তালিব চৌধুরী। মায়ের নাম সুফিয়া বেগম। ৩ বোন আর ১ ভাইকে নিয়ে সে মৌলভীবাজার শহরের কাশিনাথপুর এলাকায় বসবাস করছে। অল্প বয়সেই বাবাকে হারিয়েছে আবু তালিব। তারপর থেকে মা সুফিয়া বেগমই টেনেছেন ৫ সদস্যের পরিবারের হাল। তাই আজকে ছেলের কীর্তিতে আনন্দিত তিনিও।
ছেলের এমন সাফল্যের পর তাঁর অভিমত জানতে চাইলে সুফিয়া আইনিউজকে বলেন, ‘সেই ছোটবেলা থেকে একটাই স্বপ্ন দেখি। ছেলে অনেক বড় হবে। আবু তালিব হয়তো অনেক বড় হয়নি এখনো, কিন্তু বড় হওয়ার যে সিড়িতে পা রেখেছে সেখান থেকে যেন হোঁচট না খায় সেই দোয়া করি। ছেলে বড় হয়ে মানুষের কাজে আসবে, দেশের কাজে আসবে এটাই চাই।’
এ ব্যাপারে মৌলভীবাজারের পুলিশ সুপার বলেন, 'আবু তালিবের বক্তব্য আমায় অবাক করেছে। মফস্বল শহরে থেকেও আবু তালিব খবর রাখছে আমাজনের জঙ্গলে অগ্নিকাণ্ডের। বাংলাদেশের বনভূমি নিয়েও সে কথা বলেছে। যা আমাকে অবাক করেছে।'
আমি আবার ফিরে আসি আবু তালিবের কাছে। জানতে চাই, বড় হয়ে কি হওয়ার স্বপ্ন দেখেন তিনি। অত্যন্ত সহজ জবাব দেন তালিব। বলেন, ‘বড় হয়ে অনেকে অনেক কিছু হতে চায়, আমিও চাই। কিন্তু সবার আগে এটা চাই আমি যেন আমার দেশের জন্য কাজ করতে পারি, মানবতার স্বার্থে কাজ করতে পারি।’
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের