Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:১০, ১৫ জুলাই ২০২২

কুমিল্লায় ইউপি চেয়ারম্যানের ওপর ‘হামলা’কারীর অস্ত্রসহ ছবি ভাইরাল

অত্যাধুনিক অস্ত্র হাতে মনিরুজ্জামান জুয়েল। ছবি- সংগৃহীত

অত্যাধুনিক অস্ত্র হাতে মনিরুজ্জামান জুয়েল। ছবি- সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামের শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল ৩টার দিকে শ্রীপুর ইউনিয়নের নালঘর বাজারে এই হামলার ঘটনা ঘটে। 

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি স্টার জানায়, এ সময় চেয়ারম্যান পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। তখন ওই বাড়িতে থাকা নারীদের চিৎকারে আশপাশের মানুষ জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যান।

চেয়ারম্যান শাহজালাল মজুমদারের অভিযোগ, স্থানীয় এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে এই হামলা চালানো হয়। 

ঘটনার পরে অত্যাধুনিক অস্ত্র হাতে অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েলের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর একটি ছবিতে দেখা যায়, জুয়েল স্থানীয় একটি রেস্টুরেন্টের সামনে এক হাতে অস্ত্র ধরে সিগারেট টানছেন। আরেকটি ছবিতে একই অস্ত্র হাতে দৌঁড়ে যেতে দেখা যায় তাকে।

ভুক্তভোগী চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার সংবাদমাধ্যমটিকে বলেন, “বৃহস্পতিবার দুপুরে পাশ্ববর্তী গোপালনগর গ্রাম থেকে দাওয়াত খেয়ে আসার পথে চিহ্নিত সন্ত্রাসী মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭ থেকে ৮ জন সন্ত্রাসী আমার গাড়ির গতিরোধ করে। এ সময় প্রত্যেকের হাতেই হকিস্টিকসহ দেশি-বিদেশি অস্ত্র ছিল। আমার গাড়িতে আমি ও ড্রাইভার ছাড়া অন্য কেউ ছিল না।”

স্থানীয়রা জানান, হামলায় অভিযুক্ত জুয়েলের ভাই মোস্তফা নুরুজ্জামান খোকন একই ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান ও জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এক সময় জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সমর্থক হিসেবে জুয়েলের পরিচিতি থাকলেও তিনি এখন স্থানীয় সরকারদলীয় এক সংসদ সদস্যের ঘনিষ্ঠ। এছাড়া জুয়েলের বিরুদ্ধে এর আগেও কয়েকবার ইউপি কার্যালয়ে তালা মেরে দেওয়াসহ চেয়ারম্যানের ওপর হামলার অভিযোগ উঠেছিল।

অস্ত্রের ছবি ও হামলার বিষয়ে অভিযুক্ত মনিরুজ্জামান জুয়েল দৈনিক পত্রিকা যুগান্তরকে বলেন, “শাহজালাল মিথ্যা অভিযোগ করছে। তার ওপর আমরা হামলা করিনি।”

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভরঞ্জন চাকমা বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।”

অস্ত্র হাতে ছড়িয়ে পড়া ছবি ও প্রদর্শন প্রসঙ্গে তিনি বলেন, অস্ত্রটি জুয়েলের নামে লাইসেন্স করা। এটি জার্মানিতে তৈরি একটি অত্যাধুনিক রাইফেল। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

সূত্রঃ ঢাকা ট্রিবিউন

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়