Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ৪ ফেব্রুয়ারি ২০২৩

‘পাঠ্যসূচি নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে’

শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিস প্রতিযোগিতার উদ্বোধনে শিক্ষামন্ত্রী। ছবি- সংগৃহীত

শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিস প্রতিযোগিতার উদ্বোধনে শিক্ষামন্ত্রী। ছবি- সংগৃহীত

শিক্ষাক্রম নিয়ে যতো কথা বলা হচ্ছে, এর অধিকাংশই মিথ্যাচার মন্তব্য করে শিক্ষামন্ত্রী বলেছেন, পাঠ্যবইয়ের যেখানে ভুল আছে, সেখানে অবশ্যই সংশোধন করেছি এবং করবো। যেখানে ভুল চিহ্নিত হবে, সেখানে শুদ্ধ করা হবে। কিন্তু যেসব অপপ্রচার চলছে, সেগুলো উদ্দেশ্যমূলক।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদরাসা অ্যাথলেটিস প্রতিযোগিতার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এসব কথা বলেন।

কোনো বইয়ের মধ্যে কখনো সূত্র লেখা থাকে না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আর কোথাও থেকে লেখা নিয়ে থাকলে কৃতজ্ঞতা স্বীকার করা সাধারণ নিয়ম। এখন মানুষের মাঝে অনেক সচেতনতা এসেছে। কাজেই আমি আশা করবো- এখন থেকে যারা বই লিখবেন কারো তথ্য নেয়া হলে সূত্র উল্লেখ করে দেবেন।

‘শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আর কোনো ইস্যু না পেয়ে একটি গোষ্ঠী পাঠ্যবই নিয়ে পেছনে লেগেছে। মিথ্যাচার ও অপপ্রচারের কারণে নতুন শিক্ষাক্রমের গুণগত মান এবং উদ্দেশ্য চাপা পড়ে যাচ্ছে।’ যোগ করেন শিক্ষামন্ত্রী। তিনি নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার না করে গঠনমূলক আলোচনা করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু প্রমুখ।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়