আই নিউজ প্রতিবেদক
ভাগের আসনে নৌকা প্রতীক পাবে আওয়ামী ১৪ দলের শরিকরা
ফাইল ছবি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আজ। ১৪ দল ও জাতীয় পার্টির সঙ্গে আসন সমঝোতাও প্রায় চূড়ান্ত বলে খবর বেরিয়েছে। আজ ঠিক করা হবে, কারা কারা নৌকা প্রতীকে চূড়ান্ত ভাবে ভোটে অংশ নিচ্ছেন। তবে, জানা গেছে, আসন নিয়ে শরীকদের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমঝোতা হলেও শেষ সময়ে এসে আরও কয়েকটি আসন নিয়ে আলাপ চলছে জাপার সঙ্গে।
আজ রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে শেষ হবে নির্বাচনের মনোনয়ন সংক্রান্ত কার্যাদি। সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দ করার পর থেকেই শুরু হবে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা।
আওয়ামী লীগ সূত্র বলছে, ১৪ দলের শরিকেরা তাদের ভাগে পাওয়া আসনে নৌকা প্রতীক পাবে। আওয়ামী সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সই করা চূড়ান্ত মনোনয়নের চিঠি আজ দেওয়া হবে। তা জমা দিলে এসব আসনে আওয়ামী লীগের প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়ে যাবে।
পাশাপাশি জাতীয় পার্টিকে দেওয়া আসনের ব্যাপারে আওয়ামী লীগ সূত্র বলছে, এসব আসনে দলীয় (আওয়ামী লীগের) প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশনা দেওয়া হবে।
১৪ দলের শরিকদের যে ৭টি আসন ছেড়ে দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে, এর বাইরে আর একটি আসনও ছাড়তে চাইছে আওয়ামী লীগ। যদিও এতে অনেকটাই নাখোশ শরিকেরা। তারা চাইছেন সভানেত্রীর সঙ্গে সাক্ষাত করার। কিন্তু, মনোনয়ন প্রত্যাহারের আগে প্রধানমন্ত্রী সাক্ষাৎ দিতে চাইছেন না।
আওয়ামী লীগ নেতারা মনে করেন, সমঝোতার মাধ্যমে ৪০টি আসন ছেড়ে দেওয়ার পর যেসব আসনে শরিক ও মিত্রদের আরও প্রার্থী থাকবে, তাদের পক্ষে ভোটার টানা সম্ভব নয়। এ ক্ষেত্রে আওয়ামী লীগের প্রার্থী এবং দলের যেসব নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের পক্ষে নির্বাচনে ভোটার টানা সম্ভব। তাই স্বতন্ত্র প্রার্থীদের বসিয়ে দিলে নির্বাচন জমানো যাবে না বলে মনে করেন তারা।
আর আওয়ামী লীগের নীতিনির্ধারকদের কারো কারো ধারণা, আসন্ন নির্বাচনে ৩৫-৪০টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়ে এলেও অবাক হবার কিছু থাকবে না।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের