Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

আই নিউজ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২২, ২০ ডিসেম্বর ২০২৩

সিলেটের মানুষ ভাগ্যবান: কাদের 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সিলেটের মানুষ ভাগ্যবান। আপনাদের ছয় লেনের রাস্তা হয়ে যাচ্ছে। আজ সিলেটে অন্ধকার নাই। সবদিকে বিদ্যুতের আলো।

বুধবার (২০ ডিসেম্বর) বিকাল চারটার দিকে সিলেটের ঐতিহ্যবাহী আলিয়া মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রী জনসভায় বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের। এর আগে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ সিলেটের আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। 

বিকেল চারটার কয়েক মিনিট পরেই মঞ্চে বক্তব্য দিতে ওঠেন ওবায়দুল কাদের। তিনি প্রথমেই উপস্থিত লাখো জনতার প্রতি জিজ্ঞেস করেন, আপনারা কেমন আছেন? 

ওবায়দুল কাদের বলেন, সিলেটবাসী ভাগ্যবান। এখানে এখন আর অন্ধকার দেখা যায় না। সিলেটে এখন যোগাযোগের সমস্যা নাই। আমাদের প্রধানমন্ত্রী সব করে দিয়েছেন। আরও দেবেন।

এসময় সেতুমন্ত্রী বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি এখন কোথায়? মির্জা ফখরুল সাহেব কোথায়? তারা বলেছিল ১০ ডিসেম্বর সরকারের পতন ঘটিয়ে দেবে। প্রধানমন্ত্রীকে নামানো হবে। তারা এখন কোথায়? 

সিলেটের জনসভায় ওবায়দুল কাদের বক্তব্যে বিএনপিকে ভুয়া দল মন্তব্য করে বলেন, বিএনপি চায় নির্বাচন প্রতিহত করতে। তারা আগুন জালিয়ে, যানবাহন পুড়িয়ে নির্বাচন বানচাল করতে চাইছে। কিন্তু, পারছে না। আজকে ১৮৯৬ জন প্রার্থী আমাদের সাথে আছেন। তারা নির্বাচনে যাবে। আর বিএনপি এখনো মানুষকে পুড়িয়ে মারছে। মায়ের কোলে সন্তানসহ পুড়িয়ে মারছে বিএনপি। 

বক্তব্যের শেষ পর্যায়ে ওবায়দুল কাদের একটি কবিতার কিছু অংশ বলে শেষ করেন। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়