আই নিউজ ডেস্ক
ভালোবাসা দিবস আজ, দাম বেশি গোলাপের

ছবি- সংগৃহীত
আজ ১৪ ফেব্রুয়ারি, বিশ্ব ভালোবাসা দিবস। ভালোবাসা দিবসের দিন আজ শুরু ফাগুনেরও। এই বসন্ত আর ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে শুভেচ্ছা জানাতে তরুণ-তরুণীরা ভিড় করছেন ফুলের দোকানে। কিন্তু, ভালোবাসা দিবসে দাম বেড়েছে ফুলের।
তবে, রাজধানীতে এবার ফুল কিনতে গিয়ে বিপাকে পড়ছেন প্রেমিক-প্রেমিকা ও তরুণ-তরুণীরা। কারণ প্রতিটি গোলাপের দাম ১০০ টাকা বা তারও বেশি দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা।
সরেজমিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কার্জন হল, শাহবাগ ঘুরে এ চিত্র দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, তিন-চার দিনের ব্যবধানে তারা গোলাপ ফুলের দাম বাড়িয়ে দিয়েছেন কয়েক গুণ। ১৫ থেকে ২০ টাকার গোলাপ ফুল এখন মানভেদে ৫০ থেকে ১০০ টাকা বা তারও বেশি দরে বিক্রি হচ্ছে। চার দিনের ব্যবধানে এত দাম বেড়ে যাওয়ায় অবাক হয়েছেন ফুল কিনতে আসা প্রেমিক-প্রেমিকারা।
এদিকে ফুল ব্যবসায়ীদের দাবি, বসন্ত উৎসব, ভালোবাসা দিবস ও সরস্বতী পূজা একই দিনে হওয়ায় এবার চাহিদা বেড়েছে গোলাপ ফুলের। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দাম।
শাহবাগের একজন ফুল ব্যবসায়ী বলেন, ভালোবাসা দিবস ও বসন্ত উৎসবে গোলাপের চাহিদা বেশি থাকে। ক্রেতারা তাদের ভালোবাসার মানুষের জন্য গোলাপটাই বেশি নেন। তাই বাড়তি দামে ফুল বিক্রি করা হয়। দোকানে তিন ধরনের গোলাপ বেশি বিক্রি হচ্ছে। এর মধ্যে একটি দেশি, বাকি দুটি চায়না।
ইস্কাটন থেকে গোলাপ ফুল কিনতে আসা তানভীর সরকার বলেন, অল্প কিছুদিন আগেও যে গোলাপ ১৫ টাকা থেকে ২০ টাকা দরে কিনেছি সেই একই গোলাপ আজ ১০০ টাকা দাম হাকাচ্ছেন বিক্রেতারা। এছাড়া ছোট সাইজেরগুলো ৫০ থেকে ৭০ টাকা দাম চাচ্ছেন। শুধু একদিনের জন্য গোলাপ ফুলের দাম এতটা বেড়ে যাওয়া কোনো ভাবেই যৌক্তিক না।
শাহবাগের ফুলের দোকান ঘুরে দেখা গেছে, চায়না হলুদ গোলাপ চার দিন আগেও বিক্রি হয়েছে ১৫-২০ টাকা, এখন তা ১০০ টাকা। চায়না সাদা গোলাপ বিক্রি হয়েছে ২০ টাকা, এখন তা ৬০ থেকে ১০০ টাকা। দেশি গোলাপ আগে ছিল ১০ থেকে ১৫ টাকা, এখন ৫০-৭০ টাকা। এছাড়া হাইব্রিড জাতের গোলাপ ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, ভুট্টা কেলেনডোলা, চন্দ্রমল্লিকা, জিপসি ও গাঁদাসহ নানা জাতের ফুলও বিক্রি হচ্ছে। সেগুলোর দামও বেড়েছে।
আই নিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের