Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ১০:৫৩, ১৯ জুন ২০১৯
আপডেট: ১০:৫৩, ১৯ জুন ২০১৯

কিশোরগঞ্জে চয়ন হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে এরশাদুল ইসলাম চয়ন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এই মামলার নারীসহ বাকি সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। জাপ্রাপ্ত প্রত্যেক আসামিকে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১৯ জুন) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদুর রহিম মামলার এ রায় দেন। খালাস দেওয়া হয়েছে মামলা চলাকালে মৃত্যু হওয়া এক আসামিকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আবদুল আউয়াল, আল আমিন ও সুফল মিয়া। তার মধ্যে আল আমিন ছাড়া বাকি আসামিরা পলাতক আছেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আবদুল করিম, সাফিয়া খাতুন, আবদুল কাদির, সোহেল মিয়া, রিপা আক্তার, জহুরা খাতুন ও আব্দুর রউফ ফকির। মামলার বিবরণে জানা যায়,  পারিবারিক বিরোধের জেরে ২০০৫ সালের ২ ডিসেম্বর এরশাদুলকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। চয়ন হোসেনপুর উপজেলার টানসিদলা গ্রামের জহিরুল ইসলাম একমাত্র ছেলে। এরশাদুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় পড়াশোনা করে রেলওয়েতে স্টেশন মাস্টার হিসেবে নিয়োগ পান। যেদিন তিনি মারা যান তার দুই দিন পরই চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। নিহতের বাবা বাদী হয়ে ঘটনার দিন ৯ জনকে আসামি করে হোসেনপুর থানায় মামলা করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ ফেব্রুয়ারি ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে আমিনুল হক ওরফে হিরা নামে এক আসামি মারা যাওয়ায় তাঁকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। এইচএ/ ইএন 
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়