Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ২ ১৪৩২

সিলেট প্রতিনিধি

প্রকাশিত: ১২:৪৭, ৩১ জানুয়ারি ২০২৩

বিশ্বনাথে হাওর থেকে বৃদ্ধের লা শ উদ্ধার 

নি হ ত আশক আলী (৭০)। ছবি- সংগৃহীট

নি হ ত আশক আলী (৭০)। ছবি- সংগৃহীট

সিলেটের বিশ্বনাথ উপজেলার চাউলধনী হাওর থেকে আশক আলী (৭০) নামের এক বৃদ্ধের লা শ উদ্ধার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। গতকাল সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে হাওর থেকে ম র দে হ টি উদ্ধার করা হয়। 

নিহত আশক আলী (৭০) উপজেলার দৌলতপুর ইউনিয়নের জগদীশপুর (তেঘরী) গ্রামের মৃত ইছমাইল আলীর ছেলে বলে জানা গেছে। 

এদিকে নিহত আশক আলীর লা শ যেখানে পাওয়া গেছে সেখান থেকে তার নিজ বাড়ির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। এতো দূরে লা শ পাওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দূরে অবস্থিত চাউলধনী হাওরে বৃদ্ধ আশক আলীর লাশ পাওয়ার ঘটনায় এলাকায় অনেক জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করতে ঘর থেকে বের হন বৃদ্ধ আশক আলী। এরপর সকাল হয়ে এলেও তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশে তার খুঁজতে শুরু করেন। এর এক পর্যায়ে বিকেলের দিকে চাউলধনী হাওরের চাঁনপুর গ্রাম এলাকার খালের পানিতে তার লাশ ভাসতে দেখে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হাজী আশক আলীর লাশ উদ্ধার করে ময়নাতনন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করে।

লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ