নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
একজন আটক
বর্ষিজোড়ায় তরুণ হ ত্যা: পা ধরে মাফ চেয়েও রক্ষা হয়নি নাঈমের
নি হ ত রেজাউল করিম নাঈম (২১)।
মৌলভীবাজার শহরেতলীর বর্ষিজোড়ায় তরুণ হ ত্যা র ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করে জিজ্ঞাসাবদ করছে। এদিকে নি হ তে র পরিবারে চলছে আহাজরি। খু নী দে র ফাঁ সি না হওয়া পর্যন্ত মুখে দানা (খাবার) নেবেন না বলে বিলাপ করছেন ছোট বোন।
গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের পাহাড় বর্ষিজোড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ, নি হ তে র পরিবার ও স্থানীয় জনপ্রতিনিদের সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে- ফেসবুকে আইডি খোলা ও লেখালেখি নিয়ে ভুল বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে। আকস্মিক এমন ঘটনায় হতবিহ্বল এলাকাবাসী।
নিহত রেজাউল করিম নাঈম (২১) পাহাড় বর্ষিজোড়া এলাকার ডেকেরেটার্স ব্যবসায়ী চেরাগ মিয়ার ছেলে। সে এবছর মৌলভীবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছে।
নাঈমের ছোট বোন বলেন- ‘মঙ্গলবার (৭ নভেম্বর) রাতে পাশের বাড়ির নূরুল তাদের বাড়িতে এসে ফেসবুকে আইডি খোলা নিয়ে গা লা গা লি ও ধমক দিতে থাকে। আমার বাবাসহ সবাই তাদের পা ধরে মাফ চেয়েও রক্ষা হয়নি। তারা কিছু বুঝতে দেয়নি। ভীষণভাবে উদ্যত হয়ে পড়ে। একটা পর্যায়ে নাঈমকে প্রচণ্ড মা র ধ র করতে থাকে। এতে যোগ দেয় পাশের বাড়ির সোহান, নূরুল মিয়ার ছেলে রনি, জনিসহ অন্যরা। তখন তাকে স্টে পিং করে মা রা ত্ম ক ভা বে র ক্তা ক্ত করে। ক্ষ ত বি ক্ষ ত নাঈমকে গুরুতর আ হ ত অবস্থায় প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।’
স্থানীয় চাঁদনীঘাট ইউনিয়নের চেয়ারম্যান আখতার উদ্দিন আই নিউজকে বলেন- রাত ৩-৪টা দিকে চিকিৎসাধীন অবস্থায় নাঈম মা রা যায়। সেখানে চিকিৎসকেরা তাকে বাঁ চা তে আপ্রাণ চেষ্টা করেন। ফুসফুসে অপারেশন করেন। শেষ পর্যন্ত আর তাকে বাঁ চা নো যায়নি।
আখতার উদ্দিন জানান- আজ বুধবার (৮ নভেম্বর) বাদ এশা মৌলভীবাজার শহরে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারে নি হ ত নাঈমের না মা যে জা না যা অনুষ্ঠিত হবে।
-
ট্রেনের ইঞ্জিন বিকল, লাউয়াছড়ায় ১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
-
কমলগঞ্জে ডিবি পরিচয় দিয়ে র্যাব সদস্যের বাড়িতে ডাকাতি
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন আই নিউজকে বলেন- এ ঘটনায় সোহান নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার মূল অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমল হোসেন বলেন- সিলেটে ম য় না ত দ ন্ত হয়েছে। এ ঘটনায় এখনও মামলা হয়নি। তারা লা শ সমাহিত করা নিয়ে ব্যস্ত আছেন। এজহার দিলে মামলা গ্রহণ করা হবে। পুলিশের আইনি প্রক্রিয়া চলমান আছে।
এদিকে নিহতের বোন বলেন- আমার ভাইয়ের খু নী দে র ফাঁ সি না হওয়া পর্যন্ত মুখে দানা (খাবার) নেবো না।
আই নিউজ/এইচকে/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’