Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৭ ১৪৩২

ছাতক প্রতিনিধি :

প্রকাশিত: ২০:০৯, ২ জুন ২০২২

ছাতকে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন

ছাতকের বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে বিজয়ী হয়েছেন, ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাহমিদুল ইসলাম জয় (ভোট ২৪৮), আনিসা নাওয়ার শাহরিন (ভোট ২৩৪), জাহিন আল মুমিন (ভোট ১৯৭), ৪র্থ শ্রেণির শিক্ষার্থী ফাবিহা সিদ্দিকা চৌধুরী রাহা (ভোট ২৯৮), রামিসা রাফা (ভোট ২৯৮), ৩য় শ্রেণির শিক্ষার্থী মাহফুজুর রহমান (ভোট ২৪৬) ও অস্পরা পাল (ভোট ১৯৯)। নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়েছেন ফাবিহা সিদ্দিকা চৌধুরী রাহা ও রামিসা রাফা। তারা দু'জনেই ২৯৮ করে ভোট পেয়েছেন। অন্যান্য প্রার্থী অনন্যা দে পুর্ণা ১৭৭ ভোট, আব্দুল্লাহ আল তানিন ১০০ ভোট, আফনাফ তাজওয়ার ৫৮ ভোট ও সুর্য্য প্রতাপ রায় ৫৮ ভোট পেয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ভোট গ্রহণ শুরু করা হয়। ভোট গ্রহণ করেছেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সার্বিকভাবে সহযোগিতা করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎফুল্ল পরিবেশের মধ্যে দিয়ে শান্তির্পর্ণভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচন পরিদর্শন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন বুলি, পৌরসভার মহিলা কাউন্সিলর তাছলিমা জান্নাত কাকলী, সাবেক কাউন্সিল আছাব মিয়াসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ