Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫,   বৈশাখ ১৮ ১৪৩২

প্রকাশিত: ০৫:৩৩, ১১ অক্টোবর ২০১৯
আপডেট: ০৫:৩৩, ১১ অক্টোবর ২০১৯

শপথ নিলেন সাদ

রংপুর: রংপুর-৩ আসনের সাংসদ হিসেবে শপথ নিয়েছেন উপনির্বাচনে বিজয়ী রাহগির আল মাহি সাদ এরশাদ।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনে তার কার্যালয়ে সাদকে শপথ পড়ান।

গত শনিবার রংপুর-৩ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে লাঙ্গল প্রতীকে সাদ এরশাদ ৫৮ হাজার ৮৭৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রিটা রহমান ধানের শীষ প্রতীকে পান ১৬ হাজার ৯৪৭ ভোট এবং জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার মোটরগাড়ি প্রতীকে পান ১৪ হাজার ৯৮৪ ভোট।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব জাফর আহমেদ খান।

এ সময় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, হুইপ ইকবালুর রহিম, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ সামশুল হক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ফারুক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু, ফখরুল ইমাম, মাসুদ উদ্দিন চৌধুরী এবং সৈয়দা জাকিয়া নূর উপস্থিত ছিলেন।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়