Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২২ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১২:১০, ৬ জুলাই ২০২২

উদ্যোক্তা হামিদার ৪৫ মণের মানিক, দাম ১৫ লাখ

মানিককে ৫ বছর লালন-পালন করে আসছেন হামিদা

মানিককে ৫ বছর লালন-পালন করে আসছেন হামিদা

পাঁচ বছর ধরে লালন-পালন করে হামিদা তিলে তিলে বড় করে তোলেছেন মানিককে। সেই মানিক এখন ৪৫ মণ (১৮০০ কেজি) ওজনের হয়েছে। মানিককে দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন এসে ভিড় জমাচ্ছেন। এতে খুশিতে মন ভরে যায় উদ্যোক্তা হামিদার। মহামারি করোনায় গত ঈদে তেমন লাভ না হওয়ায় এবারের কোরবানির ঈদকে সামনে রেখে হামিদা বাজারে তুলছেন বিশালাকায় গরু মানিককে। দাম চাইছেন ১৫ লাখ। হামিদার আশা হাটে নিয়ে গেলে মানিক হাটে ভালোই সাড়া ফেলবে।

হামিদা দেশীয় পদ্ধতিতে লালন-পালনে করে বড় করেছেন ৪৫ মণ (১৮০০ কেজি) ওজনের ষাঁড়কে, আদর করে এঁকে মানিক নামে ডাকেন তিনি। পাঁচ বছর বয়সী মানিককে ঘিরেই এই ঈদে স্বপ্ন হামিদার। ন্যায্য দামে ষাঁড়টি বিক্রি করতে পারলে তার খামার করার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে বলে জানান হামিদা।

পাঁচ বছর আগে তার বাড়িতে ফ্রিজিয়ান জাতের একটি গাভি থেকে মানিক ও রতন নামে দুটি ষাঁড় বাছুর জন্ম নেয়। গেল বছর কোরবানির হাটে ওই ষাঁড় দুটি বিক্রির সিদ্ধান্ত নেন। গত বছরই মানিকের ওজন ছিল ৩৫ মণ এবং রতনের ওজন ছিল ৩৪ মণ। দাম চেয়েছিলেন মানিকের ১৪ লাখ এবং রতনের ১৩ লাখ টাকা। পাইকাররা বাড়িতে এসে মানিকের দাম বলেছিলেন ৯ লাখ টাকা। কিন্তু বাকিতে চাওয়ায় মানিককে আর বিক্রি করা হয়নি।

হামিদা আক্তার জানান, পরিবারের সদস্যের মতোই তার গরুগুলো বড় হচ্ছে। গোয়াল ঘরে দুটি সিলিং ফ্যান ও মশারি রয়েছে। নিয়মিত খাবারের তালিকায় খর, ভুষি, কাঁচাঘাস, মাল্টা, পেয়ারা, কলা, মিষ্টি কুমড়া ও মিষ্টি আলু রয়েছে। রোগ জীবাণুর হাত থেকে বাঁচতে প্রতিদিন সাবান-শ্যাম্পু দিয়ে গোসল করান হয়। মানিকের পেছনে দৈনিক খাবার লাগছে ১৭ কেজি গমের ভুষি, ৪ কেজি ছোলা, ২ কেজি খুদের ভাত, আধা কেজি সরিষার খৈল। এছাড়াও তাকে খাওয়ানো হচ্ছে নানা জাতের পাকা কলা। বর্তমানে মানিকের ওজন ৪৫ মণ।

তিনি জানান, পাঁচ বছর আগে তার বাড়িতে ফ্রিজিয়ান জাতের একটি গাভি থেকে মানিক ও রতন নামে দুটি ষাঁড় বাছুর জন্ম নেয়। গেল বছর কোরবানির হাটে ওই ষাঁড় দুটি বিক্রির সিদ্ধান্ত নেন। গত বছরই মানিকের ওজন ছিল ৩৫ মণ এবং রতনের ওজন ছিল ৩৪ মণ। দাম চেয়েছিলেন মানিকের ১৪ লাখ এবং রতনের ১৩ লাখ টাকা। পাইকাররা বাড়িতে এসে মানিকের দাম বলেছিলেন ৯ লাখ টাকা। কিন্তু বাকিতে চাওয়ায় মানিককে আর বিক্রি করা হয়নি। পরে মানিক ও রতনকে ঢাকার গাবতলী হাটে নেওয়া হয়। করোনার কারণে হাটে নিয়েও সুবিধা হয়নি। মাত্র ৪ লাখ টাকায় রতনকে বিক্রি করা হলেও মানিককে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন।

হামিদা আরও জানান, বাড়ি থেকেই ষাঁড় বিক্রি করার চেষ্টা করছেন তিনি। বাড়িতে এসে যদি কোনো ক্রেতা ন্যায্য দাম দেন- সেক্ষেত্রে নিজ খরচে মানিককে ক্রেতার বাড়িতে পৌঁছে দেওয়ার দায়িত্ব নেবেন। এ বছর ভালো দামে মানিককে বিক্রি করতে পারলে তার স্বপ্নের খামারটি নির্মাণ করবেন। ওই খামারে লালনপালন করবেন ভালো জাতের সব গরু।

হামিদা আক্তারের মা রিনা বেগম জানান, তার মেয়েদের জন্মের আগে থেকেই ওদের বাবা গরু লালনপালন করতেন, যা দেখে হামিদাও গরু লালনপালনে আগ্রহী হয়েছে।

দেলদুয়ারের লাউহাটি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য জাহাঙ্গীর আলম বুদ্দু বলেন, হামিদা আক্তার একজন কৃষক বাবার মেয়ে ও কলেজ ছাত্রী এবং একজন ভালো উদ্যোক্তা। তিনি বেশ কিছুদিন যাবৎ গরুও লালনপালন করছেন। তার ছোট খামারে এবার ৪৫ মণ ওজনের একটি ষাঁড় গরু রয়েছে। ষাঁড়টি ভালো দামে বিক্রি হোক এটাই চাই।

লাউহাটি ইউপি চেয়ারম্যান শাহীন মোহাম্মদ খান বলেন, উদ্যোক্তা হামিদার গরু লালনপালনকালে তিনি কারও কাছে সহযোগিতা চাননি। তিনি বড় ধরনের গরুর খামার করতে যদি সহযোগিতা চান অবশ্যই করা হবে।

এ বিষয়ে দেলদুয়ার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. বাহাউদ্দিন সারোয়ার রিজভী জানান, সম্ভবত জেলায় হামিদার ষাঁড়টিই সবচেয়ে বড়। প্রাণিসম্পদ কার্যালয়ের ওয়েবসাইটে (অনলাইন হাট) তার ষাঁড়টির ছবি, ওজন ও দাম উল্লেখ করে বিক্রির জন্য প্রচারণা চালানো হবে।

আইনিউজ/এইচএ

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

কোরবানির হাঁট কাঁপাতে রাজা বাবু - দাম ১৮ লাখ টাকা

কোরবানির গরু সরাসরি ওজনে বিক্রি করবেন বিক্রেতা

কোরবানির হাট কাঁপাতে আসছে ৮০০ কেজির টাইগার | Eid Al Adha 2022 | Cow Market | Moulvibazar || Eye News

Green Tea
সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়