শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ১৩:০৯, ১৬ ডিসেম্বর ২০২০
সবধরণের ব্যাংক লেনদেন অনলাইনে করতে পারবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

সাস্ট ই-পেমেন্ট সার্ভিস’ এর উদ্বোধন করছেন শাবিপ্রবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
সরাসরি ব্যাংক লেনদের ঝামেলা এড়াতে অনলাইনে ব্যাংক লেনদেন সিস্টেম 'সাস্ট ই-পেমেন্ট' চালু করলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সিস্টেমে অনলাইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি প্রদান করতে পারবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা।
বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভা কক্ষে ‘সাস্ট ই-পেমেন্ট সার্ভিস’ এর উদ্বোধন করেন শাবিপ্রবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত বক্তব্যে,ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘‘ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে প্রয়োজন সর্বক্ষেত্রে ডিজিটালাইজেশন। ছাত্র-ছাত্রীদের সরাসরি ব্যাংকে গিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের ফি প্রদানে নানা ধরনের ঝামেলা পোহাতে হয়। সকল ধরনের ঝামেলা এড়াতে তাই সাস্ট ই-পেমেন্ট সিস্টেম চালু করা হলো। বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং শাবিপ্রবি হবে ‘রোল মডেল অব ডিজিটাল ইউনিভার্সিটি’।’’
এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. এস.এম সাইফুল ইসলাম, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মুমিন, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরী, কম্পিউটার এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রেজা সেলিম, সহযোগী অধ্যাপক মো. মাসুম, সিএসই বিভাগ, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন, হিসাব পরিচালক আ.ন.ম. জয়নাল আবেদিন এবং প্রধান প্রকৌশলী সৈয়দ হাবিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য সাস্ট ই-পেমেন্ট এর মাধ্যমে ছাত্র-ছাত্রীরা সকল ধরণের ফি অনলাইন ব্যাংকিং সেবার মাধ্যমে ঘরে বসে দেশ ও বিদেশ থেকে যে কোন সময়, যে কোন দিন প্রদান করতে পারবেন।
জিএম ইমরান হোসেন/ শাবিপ্রবি প্রতিনিধি/ আইনিউজ
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- শিক্ষক-শিক্ষার্থীদের পরামর্শের ভিত্তিতে শাবিপ্রবিতে পরীক্ষা
- প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে শাবি
- ২২১৬ জনকে ১৫ জিবি ডাটা দিল শাবি প্রশাসন
- ‘আমি সত্যি এ দুনিয়ার যোগ্য না’ লিখে খুবি শিক্ষার্থীর আত্মহত্যা
- সিলেট সিটিতে অর্ন্তভুক্ত হল শাবি
- অস্বচ্ছলদের ঈদ উপহার দিল প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের ১৩ ব্যাচ
- মোবাইলে এসএসসির ফল পেতে যেভাবে নিবন্ধন করবেন
- শাবির এফইএস বিভাগীয় প্রধানের ‘মানসিক সুস্থতা কামনা’ শিক্ষার্থীদের
- ৪৩ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা করেছে শাবির সমাজকর্ম বিভাগ