শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২১:১১, ২০ মে ২০২৫
শাবি প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

অভিষেক অনুষ্ঠান শেষে অতিথিদের সাথে শাবি প্রেসক্লাবের সদস্যরা।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ১৯ তম কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর ও ২০তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২০ মে)) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।
শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে শাবি প্রেসক্লাবের ১৯তম কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি রাহাত হাসান মিশকাত ও সাধারণ সম্পাদক হাসান নাঈম নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. বেলাল হোসেন শিকদার, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া, রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।
সভাপতির বক্তব্যে শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, সাংবাদিকতা শুধু খবর প্রকাশ করা নয় এটি দায়িত্ব, এটি সাহস, এটি সত্য অনুসন্ধানের এক অনন্য মাধ্যম। একজন সাংবাদিক শুধুমাত্র সংবাদ পরিবেশন করেন না, তিনি সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেন, ন্যায়-অন্যায়ের মাঝে পার্থক্য স্পষ্ট করেন এবং গণমত তৈরি করেন। বিশ্ববিদ্যালয় সাংবাদিকরাও এই একই দায়িত্ব পালন করে চলেছেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে এসেছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ইতিবাচক অর্জন হোক বা কোনো অনিয়ম, আমরা সবসময় তা নিরপেক্ষভাবে উপস্থাপন করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সকল সেক্টরের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখে কাজ করি, যাতে করে আমাদের প্রতিবেদনগুলো শুধু সমালোচনা নয়, সমাধানের পথও দেখায়। বিগত সময়গুলোর মতো ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব সময় শাবি প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় দেশসহ দেশের বাইরে প্রচারে তাদের ভূমিকা অনস্বীকার্য। আমি বিশ্বাস করি শাবি প্রেসক্লাব তাদের এই ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে।
এছাড়াও অভিষেক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধান, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ, সিলেটের বিভিন্ন পত্রিকার সাংবাদিকৃবন্দ এবং শাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতৃবন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।
সাগর/আইনিউজ
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা