সাগর শুভ্র, শাবিপ্রবি প্রতিনিধি
আপডেট: ২২:২০, ১৮ মে ২০২৫
শোকজের পরও ছাত্রদলের একাধিক কর্মসূচি; অভিযোগের তীর প্রশাসনের দিকে

দলীয় রাজনীতি নিষিদ্ধ থাকা সত্ত্বেও একের পর এক কর্মসূচি পালন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রদল। শোকজ নোটিশ জারি করা হলেও সংগঠনটি নিয়ম ভঙ্গ করে ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ নিয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তারা মনে করছেন, ছাত্রদলের নিয়ম ভঙ্গ করে কর্মসূচি বাস্তবায়নের পিছনে প্রশাসনের ইন্ধন রয়েছে।
রবিবার ১৮ মে বিকেল চারটায় পূর্বঘোষণা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে দলীয় ব্যানারে নিয়ম ভঙ্গ করে কর্মসূচি পালন করে ছাত্রদল। একই দাবিতে সংগঠনটি পূর্বেও একাধিকবার একইভাবে কর্মসূচি পালন করেছে।
কর্মসূচিতে শাবি ছাত্রদলের সভাপতি রাহাত জামান বলেন, “ছাত্রদলের ব্যানারে যখনই আমরা প্রোগ্রাম করি, তখনই বাতাসে ষড়যন্ত্রের গন্ধ পাই। দীর্ঘ ১৭ বছর ধরে যে সংগঠন গণতন্ত্র রক্ষার জন্য সংগ্রাম করছে, তাকেই আপনারা টার্গেট করছেন।”
তিনি আরও বলেন, “আমি শাবিপ্রবির নির্লজ্জ প্রশাসনকে বলতে চাই আপনারা আমাদেরকে শোকজ করার মতো দুঃসাহস দেখিয়েছেন। ছাত্রদল শাবির প্রতিটি জায়গায় বিচরণ করবে। যদি আবার গণতন্ত্রের জন্য লড়াই করতে হয়, আমরা রাজপথেই থেকে সেটি প্রতিষ্ঠা করব।”
একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বললে তারা জানান, “নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো ইঙ্গিত রয়েছে। না হলে শোকজ করার পরও নিয়ম ভঙ্গ করে কর্মসূচি পালনের সাহস তারা কোথা থেকে পায়?”
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোখলেছুর রহমান বলেন, “আমি কিছুদিন ব্যস্ত ছিলাম। ছাত্রদল শোকজের পরও কর্মসূচি পালন করে যাচ্ছে। তাই আমরা আগামী ২০ মে বিকেল ৫টায় বৈঠক আহ্বান করেছি। তখন আমরা তাদের বিষয়ে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেব।”
তাদের কর্মসূচি বাস্তবায়নের পেছনে প্রশাসনের ‘গ্রিন সিগন্যাল’ থাকার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, “সব ছাত্র সংগঠনের ব্যাপারে আমরা সমান মনোভাব পোষণ করি।”
উল্লেখ্য, গত ৫ আগস্টের ঘটনার পর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দলীয় ব্যানারে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। কিন্তু সেই নিয়ম অমান্য করে শাবিপ্রবি ছাত্রদল একাধিকবার কর্মসূচি বাস্তবায়ন করে, যার ফলে তাদের শোকজ করা হয়। তবে শোকজের পরও প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
- মাস্টার্স পরীক্ষার ফলাফল ২০২৫
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর রেজাল্ট ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ | এসএসসি ফলাফল
- অনার্স ১ম বর্ষ পরীক্ষা রুটিন ২০২৩
- এসএসসি পরীক্ষার রেজাল্ট ২০২৩ কবে হবে
- শাবির ৭২ টি সিসি ক্যামেরার মধ্যে ৫৩ টিই বিকল
- চবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৫
- শাবি শিক্ষক সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
- ‘বাঁচতে চাইলে পরীক্ষায় এ্যাটেন্ড কর’, ছাত্রীকে শাবি শিক্ষক
- ওসমানী মেডিকেলে শিক্ষার্থীদের ওপর হামলা, আন্দোলনে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা