Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

জাককানইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৪২, ১০ মার্চ ২০২১

`নারী দিবস` উপলক্ষে বন্ধুসভার অনুচ্ছেদ লিখন প্রতিযোগিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) "আন্তর্জাতিক নারী দিবস" উপলক্ষ্য জাককানইবি প্রথমআলো বন্ধুসভা "জাগো নারী বহ্নিশিখা" নামক বিশেষ অনুচ্ছেদ লিখন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতা চলে ৪ মার্চ থেকে ৮ মার্চ পর্যন্ত। যাতে তিনজনকে বিজয়ী ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম হয়েছে ২০১৬-১৭ সেশনের কানিজ ফাতেমা শান্তা (সিএসই বিভাগ, জাককানইবি), ২য় হয়েছে ২০১৭-১৮ সেশনের রোকসানা আক্তার অর্পা (আইন ও বিচার বিভাগ, জাককানইবি) এবং ৩য় হয়েছে ২০১৯-২০ সেশনের শ্রাবণী আক্তার একা ( দর্শন বিভাগ, জাককানইবি)।

উল্লেখ্য, জীবনের প্রতিকূলতা,স্বপ্নজয়,নারী হিসেবে অবদান,উন্নয়নমূলক কাজসহ জীবনের বাঁধা পেরনোর কথা প্রতিযোগিতার বিষয়বস্তু এবং অনুচ্ছেদের শব্দসীমা ৫০০ নির্ধারণ করা হয়েছিল।  

আইনিউজ/আজিজুল ইসলাম

Green Tea
সর্বশেষ