Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৬ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

আইনিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:১৭, ২০ অক্টোবর ২০২১

৪৩তম বিসিএস প্রিলিমিনারির প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন

আগামী ২৯ অক্টোবর (শুক্রবার) ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে ‘৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০’ এর প্রিলিমিনারি টেস্ট। এই পরীক্ষাকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।

৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ‘নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন’ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।

১. স্বচ্ছতার সঙ্গে কোন শব্দটির সংশ্লিষ্টতা ব্যাপক?

ক. সংবেদনশীলতা খ. নিরপেক্ষতা

গ. গোপনীয়তা ঘ. অবাধ তথ্য প্রবাহ

সঠিক উত্তর: ঘ. অবাধ তথ্য প্রবাহ

২. জাতিসংঘের কোন প্রতিষ্ঠান সুশাসনের সংজ্ঞা প্রদান করেছে?

ক. UNESCO খ. UNICEF

গ. UNDP ঘ. UNHCR

সঠিক উত্তর: গ. UNDP

৩. একটি দেশে সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে-

ক. গণমাধ্যম খ. সরকার

গ. বিচার বিভাগ ঘ. সুশীল সমাজ

সঠিক উত্তর: খ. সরকার

৪. মূল্যবোধ শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?

ক. Valueable খ. Values গ. Starta ঘ. Scarsity

সঠিক উত্তর: খ. Values

৫. কথাবার্তা, আচার-আচরণে নীতির অনুসরণ করাকে কী বলা হয়?

ক. আইন খ. স্বাধীনতা গ. সাম্য ঘ. নৈতিকতা

সঠিক উত্তর: ঘ. নৈতিকতা

৬. মানুষের সামাজিক আচরণের ভালো-মন্দ বিচারের মাপকাঠি কোনটি?

ক. মূল্যবোধ খ. নৈতিকতা গ. প্রথা ঘ. ধর্ম

সঠিক উত্তর: ক. মূল্যবোধ

৭. চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি?

ক. নির্বাচনে অংশগ্রহণ করা খ. জনমতকে প্রাধান্য দেওয়া

গ. গোষ্ঠী স্বার্থ আদায় করা ঘ. জনকল্যাণে কাজ করা

সঠিক উত্তর: গ. গোষ্ঠী স্বার্থ আদায় করা

৮. সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য কোনটি প্রয়োজন?

ক. ধর্মীয় সহিষ্ণুতা খ. সামাজিক সেতুবন্ধন

গ. সহনশীলতা ঘ. শৃঙ্খলাবোধ

সঠিক উত্তর: ক. ধর্মীয় সহিষ্ণুতা

৯. বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠার প্রধান বাধা কোনটি?

ক. রাজনৈতিক অস্থিরতা খ. জবাবদিহিতার অভাব

গ. দুর্নীতি ঘ. যোগ্য নেতৃত্বের অভাব

সঠিক উত্তর: গ. দুর্নীতি

১০. মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ?

ক. নৈতিকতা খ. জনকল্যাণ

গ. আইন ঘ. সুশাসন

সঠিক উত্তর: ক. নৈতিকতা

১১. জনগণের সরকারি সেবা পেতে সবচেয়ে বড় সহায়ক মাধ্যম কোনটি?

ক. ইন্টারনেট খ. কম্পিউটার

গ. আইসিটি ঘ. ই-গভর্ন্যান্স

সঠিক উত্তর: ঘ. ই-গভর্ন্যান্স

১২. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?

ক. বিশ্বস্ততা খ. সৃজনশীলতা

গ. নিরপেক্ষতা ঘ. জবাবদিহিতা

সঠিক উত্তর: খ. সৃজনশীলতা

১৩. ‘সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়’- উক্তিটি কার?

ক. অ্যারিস্টটল খ. ম্যাকিয়াভেলি

গ. জনলক ঘ. ম্যাককরনি

সঠিক উত্তর: ঘ. ম্যাককরনি

১৪. সুশাসনের ফলে বৃদ্ধি পায়-

ক. আমদানি খ. রপ্তানী

গ. বৈদেশিক বিনিয়োগ ঘ. রেমিট্যান্স

সঠিক উত্তর: গ. বৈদেশিক বিনিয়োগ

১৫. সুশাসন কার্যকরে কার ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ?

ক. নাগরিকদের খ. সরকারের

গ. আমলাদের ঘ. গণমাধ্যমের

সঠিক উত্তর: খ. সরকারের

১৬. একজন নাগরিকের জাগ্রত শক্তি কোনটি?

ক. সচেতনতা খ. আত্মসংযম গ. সহনশীলতা ঘ. বিবেকবোধ

সঠিক উত্তর: ঘ. বিবেকবোধ

১৭. কোথায় মানুষের ব্যক্তি জীবনের বিকাশ ঘটে?

ক. রাষ্ট্রে খ. পরিবারে গ. সমাজে ঘ. শিক্ষা প্রতিষ্ঠানে

সঠিক উত্তর: গ. সমাজে

১৮. ‘রাষ্ট্রকে বলা হয় বিমূর্ত আর সরকারকে বলা হয় মূর্ত।’ এটা রাষ্ট্র ও সরকারের মধ্যে কোন ধরনের পার্থক্য?

ক. ধারণাগত খ. স্থায়িত্বগত গ. বৈশিষ্ট্যগত ঘ. গঠনগত

সঠিক উত্তর: ক. ধারণাগত

১৯. ‘সুবর্ণ মধ্যক’ ধারণার প্রবর্তক কে?

ক. জেরমি বেন্থাম খ. বার্ট্রান্ডরাসেল গ. উইলিয়াম জনস ঘ. এরিস্টটল

সঠিক উত্তর: ঘ. এরিস্টটল

২০. কোন মূল্যবোধ রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত?

ক. সামাজিক মূল্যবোধ খ. ইতিবাচক মূল্যবোধ

গ. গণতান্ত্রিক মূল্যবোধ ঘ. নৈতিক মূল্যবোধ

সঠিক উত্তর: ঘ. নৈতিক মূল্যবোধ

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়